Advertisement

ভাইরাল

কাপ জিতেই মুর্শিদাবাদের বিড়ির 'বিজ্ঞাপনে' মেসি! তোলপাড় নেটদুনিয়া

Aajtak Bangla
  • 15 Jul 2021,
  • Updated 4:00 PM IST
  • 1/6

বিড়ির প্যাকেটে মেসির নাম সঙ্গে ছবিও। কেউ কেউ তো বলছেন এটাই  ভারতে মেসির প্রথম বিনিয়োগ বা বিজ্ঞাপন। ভাইরাল এই ছবি ঘিরে হতবাক সকলে।

  • 2/6

সদ্য দেশকে এনে দিয়েছেন কোপা আমেরিকার কাপ। কেরিয়ারে এটাই প্রথম দেশের হয়ে আন্তজার্তিক ট্রফি জিতেছেন মেসি। কিন্তু এর মধ্যে ভাইরাল একটি ছবি। 
 

  • 3/6

সৌজন্যে মেসি বিড়ি।  সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল এই ছবি। দেখা যাচ্ছে একটি বিড়ির প্যাকেটে লেখা মেসি বিড়ি নামে। সেখানে ঠিকানা দেওয়া রয়েছে মুর্শিদাবানের ধুলিয়ানের। 

  • 4/6

পুরো বিষয়টি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই বিষয়টি মজার হিসাবে নিয়েছেন। কেউ কেউ তো বলছেন, মেসি এই প্রথম ভারতে বিনিয়োগ করেছে।

  • 5/6

তবে এর নেপথ্যে কারা সেটা জানা যায়নি। তবে বাংলায় ফুটবল যেভাবে জনপ্রিয় সেই হিসাবেই কেউ বোধহয় বিড়ির নাম মেসি বিড়ি রেখেছেন বলে মনে করা হচ্ছে।

  • 6/6

আপাতত মুর্শিদাবাদের স্থানীয় একটি বিড়ি কোম্পানি এখন গোটা দেশে ভাইরাল। সবাই বিষয়টিকে মস্করা হিসাবেই নিয়েছেন। 

Advertisement
Advertisement