Advertisement

ভাইরাল

Terrifying Haunted Doll: অ্যানাবেল নয়, বিশ্বের ‘সবচেয়ে অভিশপ্ত’ পুতুল রবার্ট! কোথায় আছে জানেন?

Aajtak Bangla
  • কলকাতা,
  • 01 Jan 2024,
  • Updated 3:02 PM IST
  • 1/9

Terrifying Haunted Doll Robert: রবার্ট একটি পুতুল, রয়েছে ফ্লরিডার ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে। ১৯৯৪ সাল থেকে এই মিউজিয়ামে রয়েছে সে। তার আগে ফ্লরিডার কি ওয়েস্ট শহরের ওটো পরিবারে ছিল পুতুল রবার্ট। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলে দিয়েছে এই পুতুল। কাঠের চেয়ারের উপর পায়ের উপর পা তুলে বসে থাকা ছোট্ট (ছেলে) পুতুল রবার্ট। তবে রবার্টের চোখমুখে উদাসীনতার ছাপ।

  • 2/9

নাবিকের পোশাক পরা রবার্টের মাথায় টুপি, হাতে একটি ছোট্ট কুকুর। কিন্তু এই ছোট পুতুলটিকে ভীষণ ভয় পাচ্ছেন অনেকে। সবাই তাকে ‘সরি’ বলছে। কেন? অনেকেরই বিশ্বাস, রবার্ট আসলে একটি ‘ভূতুড়ে পুতুল’! এর চোখের দিকে তাকিয়ে শিউরে ওঠেন অনেকে।

  • 3/9

পুতুল রবার্টের সঙ্গে জড়িয়ে আছে ১১৯ বছরের ইতিহাস। কি ওয়েস্টের এক নামী চিত্রশিল্পী, লেখক ছিলেন রবার্ট ইউজিন ওটো। তাঁকে ছোটবেলায় তাঁর দাদু জার্মানি থেকে একটি পুতুল এনে দেন। ধীরে ধীরে পুতুলের নামও রবার্ট ওটোর নামেই রবার্ট হয়ে যায়। ওটো বড় হয়ে যাওয়ার পরেও এই পুতুলকে সব সময় সঙ্গে নিয়ে ঘুরতেন। শোনা যায়, ওই পুতুলের সঙ্গে সে নিয়মিত কথাও বলতেন রবার্ট ইউজিন ওটো। এই ছবিটি শিল্পী ইউজিন ওটোর।

  • 4/9

এই ছবিটি শিল্পী ইউজিন ওটোর ছোটবেলার। শোনা যায়, ছোটবেলা থেকেই রবার্ট ইউজিন ওটো নিজের যাবতীয় অন্যায় কাজের দায় চাপিয়ে দিতেন এই পুতুলের উপর। অনেকে বলেন, ওটোর বাড়ির জানলার উপরে বসিয়ে রাখা পুতুলটি মাঝে মধ্যেই নাকি সে সেখান থেকে ‘ভ্যানিশ’ হয়ে যেত। এই পুতুলকে নিয়ে আরও বেশ কিছু ভৌতিক জনশ্রুতির কারণে অনেকেই ভয়ে এই বাড়ি এড়িয়ে চলতেন।

  • 5/9

১৯৭৪ সালে চিত্রশিল্পী, লেখক ওটোর মৃত্যুর পর তাঁদের বাড়ি বিক্রি হয়ে যায়। তবে ওই পুতুলটি থেকে যায় ওই বাড়িতেই। অনেকে নাকি ওই বাড়ির ছাদে হাঁটাচলা শব্দ শুনতে পেতেন। কেউ কেউ আবার ওই বাড়ির ছাদ থেকে অট্টহাসির শব্দও শুনেছেন বলে দাবি করেছেন। বাড়ির মালিকানা বদলে গেলেও ওই বাড়িতে নাকি ‘রাজত্ব’ করত ওই ‘ভূতুড়ে পুতুল’ রবার্ট!

  • 6/9

১৯৯৪ সালে ফ্লরিডার ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে আনার পর থেকেই ‘ভূতুড়ে পুতুল’ রবার্টকে নিয়ে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ, কৌতুহল বাড়তে থাকে। এই পুতুলকে দেখার জন্য মিউজিয়ামে ভীড়ও বাড়তে থাকে তাল মিলিয়ে।

  • 7/9

ফ্লরিডার ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামের অনেকে দর্শকের দাবি, তাঁরা যখন পুতুলটির ছবি তোলার চেষ্টা করেছেন, তখন তাঁদের ক্যামেরা কাজ করেনি। কিন্তু মিউজিয়ামের বাইরে বেরোনোর পর তাঁদের ক্যামেরাগুলিতে স্বাভাবিক ভাবেই ছবি তোলা গিয়েছে।

  • 8/9

এই সব কাহিনির উপর নির্ভর করে একাধিক সিনেমা, টিভি শো-এ মুখ্য জায়গা করে নিয়েছে পুতুল রবার্ট। এই সব সিনেমা, টিভি শো দেখে আরও অনেকে এই পুতুল দেখতে ভীড় করেছেন ফোর্ট ইস্ট মার্টেলো মিউজিয়ামে।

  • 9/9

তবে উল্লেখিত জনশ্রুতি, বিশ্বাস বা দাবিকে অনেকেই অলীক কল্পনা বলে উড়িয়ে দিয়েছেন। তাঁদের মতে, অন্ধবিশ্বাস, ভয় বা কুসংস্কার থেকেই সামান্য পুতুলকে ঘিরে এই ধরনের কাহিনির জন্ম হয়েছে। অনেকের দাবি, এই কাহিনি প্রচারের নেপথ্যে কারও ব্যবসায়িক উদ্দেশ্যও থাকতে পারে।

Advertisement
Advertisement