ওই কেন্দ্রের চিকিৎসক জোস কার্লোস দাবি করেন, এটা পৃথিবীর প্রথম কোনও ঘটনা যেখানে জন্ম থেকে যমজ দুই ভাই নিজেদের লিঙ্গ পাল্টালেন।
অস্ত্রোপচারের এক সপ্তাহ পর তাঁরা এএফপি-র সঙ্গে ভিডিও কনফারেন্সে কতা বলেন। সেখানে নিজেদের অভিজ্ঞতার কথা জানান>
মায়লা আর্জেন্টিনায় লেখাপড়া করছেন। তিনি জানান, আমি ছেলে হয়ে বেশ অস্বস্তিতে থাকতাম। আর সোফিয়া বলেন, অনেক সময় হয়রানির শিকার হতে হয়েছে। একসঙ্গে সে-সব সামলেছি।
সোফিয়া সাও পাওলোয় সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন। ওই শহরে অনেক রূপান্তরকামী মানুষ রয়েছেন।
সোফিয়া আরও জানান, তাঁরা সবসময় পরিবারের সমর্থন পেয়েছেন। তবে তাঁদের আশঙ্কা ছিল, মানুষ তাঁদের নিয়ে মজা না করেন। ঠাকুরদা ২০ হাজার ডলার খরচ করেছেন শল্যচিকিৎসার জন্য। তাঁদের মা লুসিয়া ডিসালভা। তিনি এক স্কুলের সঙ্গে যুক্ত। জানান, তাঁর মনে হত, ছেলেরা বেশ অসুবিধায় ছিলেন। তিনি তাঁদের মেয়ের মতো করে যত্ন নিতেন।
ব্রাজিলের দক্ষিণ-পূর্বে রয়েছে ব্ুমেনো শহর। সেখানকার এক ট্রান্সজেন্ডার কেন্দ্রে গিয়ে তাঁরা শল্যচিকিৎসা করান।