Advertisement

ভাইরাল

বন্ধুর ওপর হিংসে করে যুবক বানালেন পৃথিবীর সবচেয়ে বড় মহাশক্তিধর Power Bank, অবিশ্বাস্য বলছে ইন্টারনেট

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 31 Jan 2022,
  • Updated 11:06 PM IST
  • 1/6

স্মার্টফোন এবং ল্যাপটপের ব্যাটারি সরিয়ে দেওয়ার পর থেকে পাওয়ার ব্যাংক (Power Bank)-র প্রচলন অনেকটা বেড়ে গিয়েছে। শুরুর দিনেই আমার ৫ হাজার MAH পাওয়ার ব্যাংক পাচ্ছিলেন। যা তাঁদের ফোনের পুরো ব্যাটারিকে এক থেকে দু'বার চার্জ করতে সাহায্য করতো। যদিও ধীরে ধীরে ১০ হাজার এবং ২০ হাজার MAH পাওয়ার ব্যাংক বাজারে আসতে শুরু করেছে।

  • 2/6

একটি যুবক পাওয়ার ব্যাংকের ক্যাপাসিটি এমন উচ্চতায় পৌঁছে দিয়েছে। যেখানে ১ পাওয়ার ব্যাংক থেকে ২৭০ লাখ এমএএইচ এর পাওয়ার ব্যাংক তৈরি করে ফেলেছেন। চিনা ইনফ্লুয়েন্সার হ্যান্ডি গেং (Handy Geng) একটি ভিডিও ইউটিউবে এবং চিনা সোশ্যাল মিডিয়ায় প্লাটফর্মে শেয়ার করেছেন। যাতে তিনি ২৭০ লাখ এমএইচ এর পোর্টেবল পাওয়ার ব্যাংক তৈরি করতে পেরেছেন।

  • 3/6

হ্যান্ডি এই ভিডিও বানিয়েছেন। যেখানে তিনি নিজের বন্ধুদের বড় পাওয়ার ব্যাংকে দেখে হতাশ হয়ে পড়েন। তিনি তাকে দেখাতে চান যে তার কাছে তার চেয়েও বড়, পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার ব্যাংক আছে। রিপোর্ট অনুযায়ী বলা হয়েছে যে এই পাওয়ার ব্যাংক তৈরি করতে হ্যান্ডি প্লেট ব্যাটারি ব্যবহার করেন।

  • 4/6

এর মধ্যে লাগানো ব্যাটারি ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হয়। এর পর তিনি ব্যাটারি সিলভার মেটাল দিয়ে প্রোটেক্ট করেন। কভার এর সাহায্যে একে পাওয়ার ব্যাংক এর মত ডিজাইন তৈরি করা হয়। এরপর তিনি এটিকে ইনপুট এবং আউটপুট চার্জিং পোর্ট সেটআপ করেন।

  • 5/6

হ্যান্ডি এক ইনপুট চার্জিং পোর্ট ইন্সটল করেন যার মধ্যে ৬০টি আউটপুট চার্জিং পোর্ট পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২২০v ভোল্ট এর পর্যন্ত সাপোর্ট পাওয়া যাবে। রিপোর্ট অনুযায়ী এই ডিভাইসের সাহায্যে স্মার্টফোন, ল্যাপটপ এবং ট্যাবলেট এর মত ডিভাইস একসঙ্গে চার্জ করা সম্ভব।

 

  • 6/6

শুধু তাই নয়, এই পাওয়ার ব্যাংকের সাহায্যে টিভি ওয়াশিং মেশিন এবং ইলেকট্রিক ইন্ডাকশন কুকার পোর্ট ব্যবহার করা সম্ভব। এর মধ্যে শর্ট সার্কিট এর কোনও রকম সমস্যা নেই। যদিও এর সাইজ এত বড় যে পোর্টেবল বলা সম্ভব নয়। তবে বহনযোগ্য তো বটেই। এই পাওয়ার ব্যাংক নিয়ে যাওয়া সম্ভব। তার বিভিন্ন ছবি আমরা আপনাদের দেখিয়েছি।

Advertisement
Advertisement