Advertisement

১০০ বছরের পুরনো কাঠের সাইকেল! দাম ওঠে ৫০ লক্ষ

দেশভাগেরও অনেক আগে কাঠ ও লোহা দিয়ে এই সাইকেলটি তৈরি হয়েছিল। সম্ভবত গোটা পঞ্জাবে এমন একটিই সাইকেল রয়েছে। আর তা দেখতে বহু দূর দূর থেকে যান মানুষ। শোনা যায়, এই সাইকেলটি কেনার জন্য একজন ৫০ লক্ষ টাকা দিতে রাজি ছিলেন। কিন্তু সাইকেলের মালিক বিক্রি করেননি।

কাঠের সাইকেল
Aajtak Bangla
  • পঞ্জাব,
  • 15 Sep 2021,
  • अपडेटेड 9:12 AM IST
  • দেশভাগের আগের কাঠের তৈরি সাইকেল
  • পঞ্জাবে সম্ভবত একটিই রয়েছে
  • এক বিদেশি ৫০ লক্ষ টাকার বিনিময়ে কিনতে চেয়েছিলেন

সাইকেলের সঙ্গে সকলেই কমবেশি পরিচিত। রাস্তায় বেরোলে বিভিন্ন রকমের সাইকেল দেখা যায়। তবে কাঠের সাইকেল দেখেছেন কি? তাও আবার ১০০ বছরের পুরনো। আরও অবাক করা বিষয় হল, সেই সময় সাইকেল চালানর জন্য সরকারি অনুমতি নিতে হত এবং তার লাইসেন্স তৈরি হত। 

দেশভাগেরও অনেক আগে কাঠ ও লোহা দিয়ে এই সাইকেলটি তৈরি হয়েছিল। সম্ভবত গোটা পঞ্জাবে এমন একটিই সাইকেল রয়েছে। আর তা দেখতে বহু দূর দূর থেকে যান মানুষ। শোনা যায়, এই সাইকেলটি কেনার জন্য একজন ৫০ লক্ষ টাকা দিতে রাজি ছিলেন। কিন্তু সাইকেলের মালিক বিক্রি করেননি।

কাঠের সাইকেল

সাইকেলের মালিক সতবিন্দর জানাচ্ছেন, পার্শ্ববর্তী গ্রামের এক রেল কর্মীর থেকে সাইকেলটি কিনেছিলেন তাঁর পূর্বপুরুষরা। সাইকেল চালানর জন্য সেই সময় লাইসেন্স লাগত, যা আজও তাঁর কাছে রয়েছে। যাঁরা এই সাইকেলটি দেখেন তাঁরাই অবাক হয়ে যান এবং ভাবেন এমনও সাইকেল হয়। সবচেয়ে বড় কথা এই সাইকেলটি এখনও চালান যায়। 

সতবিন্দর আরও জানাচ্ছেন, এক বিদেশি এটি কেনার জন্য ৫০ লক্ষ টাকা দেবেন বলেছিলেন, কিন্তু তিনি বিক্রি করেননি। কারণ তাঁর মতে, শখের কোনও মূল্য হয় না।  

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement