
আমদাবাদে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। গয়নার দোকানে চুরি করতে গিয়ে এক মহিলা এমন বিপাকে পড়লেন যা এখন গোটা নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দু। দোকানদারের উপস্থিত বুদ্ধিতে চুরির চেষ্টা ব্যর্থ হওয়ার পাশাপাশি ঘটনার ভিডিও এখন ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
ঘটনাটি ঘটেছে আমদাবাদের রানিপ এলাকার একটি স্বর্ণালঙ্কার দোকানে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক মহিলা মুখের কিছুটা অংশ ওড়না দিয়ে ঢেকে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন। প্রথমে তিনি শান্তভাবে গয়না দেখছিলেন। হঠাৎই মুহূর্তের মধ্যে তিনি হাতে থাকা লঙ্কার গুঁড়ো দোকানদারের মুখে ছুড়ে মারেন, যাতে দোকানদার সাময়িকভাবে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন এবং তিনি সুযোগ নিয়ে গয়না নিয়ে পালাতে পারেন, এই ছিল তাঁর পরিকল্পনা।
কিন্তু দোকানদারের দ্রুত প্রতিক্রিয়ায় পরিকল্পনাটি ভেস্তে যায়। তিনি চোখ বাঁচিয়ে পাশ কাটিয়ে মহিলার হাত ধরে ফেলেন এবং তাঁকে থামাতে গিয়ে একের পর এক চড় মারেন। ভিডিওতে দেখা গেছে, মাত্র ২০ সেকেন্ডের মধ্যে প্রায় ১৭ বার ওই মহিলাকে থাপ্পড় মারেন দোকানদার। এরপর তাঁকে লাথি মেরে দোকানের বাইরে বের করে দেন।
ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দোকানে ছুটে আসেন, কিন্তু এরই মধ্যে মহিলা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে।
রানিপ থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, 'সিসিটিভি ফুটেজে মহিলার মুখ আংশিক দেখা যাচ্ছে। তাঁকে শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।' তিনি আরও বলেন, 'ওই মহিলার উদ্দেশ্য স্পষ্ট, দোকান থেকে গয়না ছিনিয়ে নেওয়া। তবে দোকানদারের উপস্থিত বুদ্ধিতেই বড় ক্ষতি এড়ানো গেছে।'
ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ দোকানদারের তৎপরতা ও সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ বলেছেন, আইন হাতে নেওয়া ঠিক হয়নি। তবে ঘটনাটি যে মুহূর্তের মধ্যেই আমদাবাদ ও সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তাতে সন্দেহ নেই।