Advertisement

'মাইনে কম...' লোটা-কম্বল নিয়ে অফিসেই শিফট কর্মীর, Video Viral

ওই ব্যক্তি জানাচ্ছেন, সমস্ত জিনিসপত্র নিয়ে অফিসেই থাকতে এসেছেন, কারণ তিনি যে বেতন পান তাতে ঘরের ভাড়া দেওয়া সম্ভব নয়। তিনি আরও জানাচ্ছেন, তাঁর বেশরিভাগ সহকর্মীই বাড়ি থেকে কাজ করছেন। ফলে অফিস প্রায় খালি থাকায় তিনি সেখানে থাকার জন্য পর্যাপ্ত জায়গা পেয়েছেন। 

ছবি সূত্র-সোশ্যাল মিডিয়া স্কিনশট
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2022,
  • अपडेटेड 1:09 PM IST
  • অফিসেই বসবাস ব্যক্তির
  • বেতন কম হওয়ায় এই সিদ্ধান্ত
  • টিকটকে ভিডিও ভাইরাল

বেতন কম, প্রতিবাদ জানাতে অভিনব পন্থা নিলেন এক ব্যক্তি। নিজের বালিশ বিছানা নিয়ে অফিসেই শিফট হয়ে গেলেন তিনি। এই ব্যক্তি জানান তাঁর বেতন এতটাই কম যে তিনি ঘর ভাড়া নিয়ে থাকতে পারছেন না। তাই অফিসে নিজের ডেস্কের নিচে স্লিপিং ব্যাগেই শুচ্ছেন ওই ব্যক্তি। 

ঘটনাটি আমেরিকার। Simon নামে এক ইউজার TikTok-এ একটি ভিডিও আপলোড করে বিষয়টি জানিয়েছেন। ভিডিওতে তাঁকে নিজের বালিশ বিছানা ও অন্যান্য প্রয়োজনী সামগ্রী নিয়ে অফিসে শিফট হতে দেখা যাচ্ছে। 

ওই ব্যক্তি জানাচ্ছেন, সমস্ত জিনিসপত্র নিয়ে অফিসেই থাকতে এসেছেন, কারণ তিনি যে বেতন পান তাতে ঘরের ভাড়া দেওয়া সম্ভব নয়। তিনি আরও জানাচ্ছেন, তাঁর বেশরিভাগ সহকর্মীই বাড়ি থেকে কাজ করছেন। ফলে অফিস প্রায় খালি থাকায় তিনি সেখানে থাকার জন্য পর্যাপ্ত জায়গা পেয়েছেন। 

সিমোন অফিসে নিজের কাজের জায়গায় পোশাক, ব্যাগ ও স্লিপিং ব্যাগ রেখে সেটিকে একপ্রকার ঘরে রূপান্তরিত করেছেন। তিনি অফিসের বাথরুম এবং ফ্রিজ ব্যবহার করছেন। যদিও ৩-৪ দিন পরেই তাঁকে এমনটা না করার নির্দেশ দেয় অফিস কর্তৃপক্ষ। একইসঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে ভিডিও সরিয়ে ফেলার নির্দেও দেওয়া হয়। টিকটকে ভিডিওটি এখনও পর্যন্ত প্রায় ১২ মিলিয়ন বার দেখা হয়েছে। 

আরও পড়ুন১০ হাজার টাকা জরিমানা বাঁচাতে চাইলে ৩১ মার্চের মধ্যে অবশ্যই সেরে নিন এই কাজ


 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement