Advertisement

Trump Pope Image: পোপ হওয়ার 'ইচ্ছা'র মাঝেই ডোনাল্ড ট্রাম্পের AI ছবি! সোশ্যালে তোলপাড়

নিজেকেই পোপ সাজালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ছবি ঘিরে তোলপাড় ইন্টারনেট। আর সেই ছবি ট্রাম্প নিজেই শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। না, সত্যিই যে ট্রাম্প পোপ হয়ে গিয়েছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই।

Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 3:18 PM IST

নিজেকেই পোপ সাজালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের ছবি ঘিরে তোলপাড় ইন্টারনেট। আর সেই ছবি ট্রাম্প নিজেই শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। না, সত্যিই যে ট্রাম্প পোপ হয়ে গিয়েছেন, এমনটা ভাবার কোনও কারণ নেই। এই ছবি এআই- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো। তবে এক ঝলক দেখলে যে কেউ ভুল করবেন। 

এই ছবিটি হোয়াইট হাউসের অফিসিয়াল হ্যান্ডেল থেকেও পোস্ট করা হয়েছিল। নিছকই মজার ছলেই সেই পোস্ট। অনেকেই এই ব্য়াপারটায় বেশ মজা পেয়েছন। তবে ধর্মীয় বিষয় নিয়ে মস্করায় বেজায় চটেছেনও বেশ কিছু মানুষ। বিশেষত অতি সম্প্রতিই পোপ ফ্রান্সিসের প্রয়াণ হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই এই জাতীয় মজা-মস্করা মোটেও ভাল চোখে দেখছেন না তাঁরা।


অবশ্য তাঁদেরই বা দোষ কী! কয়েকদিন আগেই ট্রাম্প রসিকতা করে বলেছিলেন, 'আমি পরবর্তী পোপ হতে চাই।' সম্ভবত সেটা শুনেই কেউ এআই-তে পোপ-বেশে ট্রাম্পের এই ছবি বানিয়েছিলেন। আর সেটাই পৌঁছে যায় হোয়াইট হাউজে। ছবিতে 'পোপ ট্রাম্পে'র গলায় ক্রুশ। সাদা পোশাক। হঠাৎ দেখলে মনে হবে তিনিই হয় তো পোপ ফ্রান্সিসের উত্তরসূরী।

অনেকে এটি হালকাভাবেই নিয়েছেন। আসলে মার্কিন মুলুকে এই জাতীয় হাসি-জোকস চলতেই থাকে। তবে তাই বলে এমনটা ভাবার কোনও কারণ নেই যে সবাই দারুণ স্পোর্টিং। কারও কারও মতে, এটি ধর্মীয় ভাবাবেগে আঘাত। একজন প্রেসিডেন্টের থেকে এই জাতীয় বিষয়ে মজা করাটা মোটেও কাম্য নয়। অনেকে তো বলেই ফেলছেন, 'ক্যাথলিক চার্চকেই আসলে উপহাস করছেন ট্রাম্প'। অনেকে আবার এই ছবি ঘিরে ট্রাম্পের মনন বিশ্লেষণ করতে শুরু করেছেন। বলছেন, 'কতটা আত্মকেন্দ্রিক হলে কেউ নিজের এমন ছবি শেয়ার করে। রিপাবলিকানরা এঁকে কীভাবে ভোট দেন?'

প্রসঙ্গত, পোপ ফ্রান্সিস গত ২২ এপ্রিল ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর ২৬ এপ্রিল সেন্ট পিটার্স স্কোয়ারে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানেও গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

খ্রিস্টান মতে, শেষকৃত্যে সাধারণত কালো স্যুট পরে যান পুরুষরা। কিন্তু ডোনাল্ড ট্রাম্প কালচে নীল রঙের একটি স্যুট পরেছিলেন। কালো স্যুটের মাঝে তাঁর সেই ভিন্ন রঙও বিতর্কের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। অনেকেই প্রশ্ন করেছিলেন, 'শৌখিন ট্রাম্প সাহেবের কী একটা ভাল কালো স্যুটও নেই?' 

Advertisement

Read more!
Advertisement
Advertisement