Advertisement

বিয়ে করতে নকল SI সাজলো যুবক, জানা মাত্র থানায় নিয়ে গেলেন যুবতী

যুবতী জানান, নিজেকে পুলিশের আন্ডার কভার অফিসার বলে পরিচয় দিয়েছিল রাজবীর সোলাঙ্কি। এরপর তাদের মধ্যে যোগাযোগ গাঢ় হয় এবং তা বিয়ের কথাবার্তায় পৌঁছায়। এই সময়ের মধ্য়েই যুবতীর থেকে কয়েক লক্ষ টাকা এবং একটি গাড়িও হাতিয়ে নিয়েছিল ওই যুবক। কিন্তু সন্দেহ হওয়াতেই খোঁজখবর নিতে শুরু করেন তিনি। তারপরেই জানতে পারেন যুবকের আসল পরিচয়। 

যুবককে ধরে নিয়ে থানায় যুবতী
Aajtak Bangla
  • ইন্দোর,
  • 18 Oct 2021,
  • अपडेटेड 12:21 AM IST
  • ভুয়ো পুলিশ অফিসার পরিচয় দিয়ে প্রতারণা
  • অভিযুক্তকে থানায় নিয়ে গেল যুবতী
  • ইন্দোরের বিজয়নগর থানা এলাকার ঘটনা

নিজেকে সাব ইন্সপেক্টর ও কেন্দ্রীয় সরকারের আন্ডার কভার অফিসার হিসেবে পরিচয় দিয়ে যুবতীকে বিয়ের প্রতিশ্রুতি যুবকের। পাশাপাশি ৮ লক্ষ টাকা ও একটি গাড়ি হাতিয়ে নেওয়ারও অভযোগ। কিন্তু সন্দেহ হওয়ায় বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেন ওই যুবতী। তাতেই বেরিয়ে আসে আসল সত্য। জানা যায় ভুয়ো পরিচয় দিয়েছে ওই যুবক। এরপরেই ওই যুবককে ধরে নিজে থানায় নিয়ে যান যুবতী। অভিযোগও দায়ের করেন তিনি। অভিযুক্তের কাছ থেকে বেশকিছু নকল কার্ড বাজেয়াপ্ত হয়েছে বলে খবর। 

ঘটনাটি ঘটেছে ইন্দোরের বিজয়নগর থানা এলাকায়। যুবতীর অভিযোগের ভিত্তিতে রাজবীর সোলাঙ্কি নামে ওই যুবকের বিরুদ্ধে প্রতারণ সহ বেশকয়েকটি ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। 

যুবতী জানান, নিজেকে পুলিশের আন্ডার কভার অফিসার বলে পরিচয় দিয়েছিল রাজবীর সোলাঙ্কি। এরপর তাদের মধ্যে যোগাযোগ গাঢ় হয় এবং তা বিয়ের কথাবার্তায় পৌঁছায়। এই সময়ের মধ্য়েই যুবতীর থেকে কয়েক লক্ষ টাকা এবং একটি গাড়িও হাতিয়ে নিয়েছিল ওই যুবক। কিন্তু সন্দেহ হওয়াতেই খোঁজখবর নিতে শুরু করেন তিনি। তারপরেই জানতে পারেন যুবকের আসল পরিচয়। 

এখানেই শেষ নয়, পুলিশ সূত্রে খবর আরও এক যুবতীর থেকে রাজবীরের ৪০ লক্ষ টাকা নেওয়ার ঘটনা সামনে এসেছে। পুলিশ মনে করছে আরও যুবতীদের সঙ্গে প্রতারণা করেছে সে। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement