সুন্দরবন (Sundarbans)-এ নৌকো চেপে ঘুরছিলেন একদল যুবক। আর তখনই দেখা পেলেন বাঘ (Tiger)-এর। সম্প্রতি সুন্দরবনে এমনই ঘটনা ঘটেছে। তবে বাঘের দেখা পেয়ে তাঁরা হইহই জুড়ে দিলেন। আর এখানেই আপত্তি। এই কাজ করা মোটেই ঠিক হয়নি তাঁদের, বলছেন পরিবেশপ্রেমীরা।
এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। এমন করা মোটেই উচিৎ হয়নি। তেমন জানাচ্ছেন পরিবেশপ্রেমী, পরিবেশবিদরা। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিয়ো দেখা গিয়েছে। সেখানে এমনই দৃশ্য দেখা যাচ্ছে। যা চিন্তা বাড়িয়েছে পরিবেশপ্রেমীদের।
কী রয়েছে ওই ভিডিয়োতে
ওই ভিডিয়োটি ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একদল যুবক বসে রয়েছে একটা নৌকোয়। আর তখন তারা দেখতে পায় হাতের কাছেই একটি বাঘ। তখন তারা চিৎকার করে ওঠে, বাঘ, বাঘ! এরপর নৌকো নিয়ে হাজির হয় বাঘের কাছাকাছি। ওই ভিডিয়োতে আরও দেখা যাচ্ছে, তারা বাঘের থেকে সামান্য দূরে ছিল। বাঘ নদী পেরোচ্ছিল। তার ভিডিয়ো বন্দি করেন। তারা কিন্তু তা করতে গিয়ে হইহই পাকিয়ে দেন। আর এখানেই আপত্তি তৈরি হয়েছে।
সুন্দরবনে গিয়ে সব পর্যটকই বাঘ দেখতে চান। এ নিয়ে কোনও সন্দেহ নেই। তবে বাঘের দেখা পেয়ে তারা যে রকম চিৎকার জুড়ে দেবেন, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। টুইটার-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এ ব্যাপারে তর্ক শুরু হয়েছে।
কী প্রতিক্রিয়া
রমেশ পান্ডে নামে এক আইএফএস ওই ভিডিয়োটি টুইটারে আপলোড করেছেন। আর মুহুর্তেই তা ভাইরাল হয়ে গিয়েছে। ইতিমধ্যে ১৩ হাজারের বেশি মানুষ সেই ভিডিওটি দেখেছেন। এবং নিজেদের প্রতিক্রিয়া দিয়েছেন। ওই নৌকায় থাকা যাত্রীদের আচার-আচরণ নিয়ে তারা প্রশ্ন তুলেছেন।
অনেকেই বলছেন তার যদি আরও বিচক্ষণতার পরিচয় দিতেন, তা হলে ভাল করতেন। এত কথা বলার, চিৎকার করার কী হয়েছিল। অন্য একজন বলেছেন, বন্যপ্রাণীদের নিজেদের জায়গা থাকতে দেওয়া হোক। তাদেরকে বিরক্ত করে কী লাভ।
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাঘটি নদী পেরোনোর সময় তাদের নজরে চলে আসে। ওই দল তারপর ঠিক করে তার কাছাকাছি যাবে। এরপর নৌকো নিয়ে এগিয়ে যেতে চায়। তারা ধীরে ধীরে এগিয়ে যায়। এখ সময় বাঘের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে নেট নাগরিকদের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাদের এই আচরণের জন্য।