Advertisement

Google Maps Mishap: গুগল ম্যাপ দেখে 'রাস্তা' পার হতে গিয়ে বিপত্তি, নদীতে ভেসে গেল গাড়ি

গুগল ম্যাপে অন্ধের মতো ভরসা করলেই বিপদ! মধ্যপ্রদেশের বেতুল জেলার চোপনা থানার অন্তর্গত বাটকি ডোহ গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক।

গুগল ম্যাপের সাহায্যে রাস্তা পার করতে গিয়ে নদীতে পড়ল গাড়ি।গুগল ম্যাপের সাহায্যে রাস্তা পার করতে গিয়ে নদীতে পড়ল গাড়ি।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Aug 2025,
  • अपडेटेड 7:43 PM IST
  • গুগল ম্যাপে অন্ধের মতো ভরসা করলেই বিপদ!
  • মধ্যপ্রদেশের বেতুল জেলার চোপনা থানার অন্তর্গত বাটকি ডোহ গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা।
  • শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক।

গুগল ম্যাপে অন্ধের মতো ভরসা করলেই বিপদ! মধ্যপ্রদেশের বেতুল জেলার চোপনা থানার অন্তর্গত বাটকি ডোহ গ্রামে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বাঁচলেন দুই যুবক।

গুগল ম্যাপ দেখে নদী পার হওয়ার চেষ্টা
ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতের দিকে। জানা গিয়েছে, বেতুলের সারনি থানার বাসিন্দা কবীর সিন্দুর (২৬) এবং হংসরাজ সিন্দুর (২৭) তাঁদের ওয়াগনআর গাড়ি নিয়ে যাচ্ছিলেন নারায়ণপুর গ্রামে। সেখানে অনুষ্ঠিত হচ্ছিল দেবী জাগরণ অনুষ্ঠান।

রাস্তাঘাট চেনা না থাকায় তাঁরা ভরসা করেছিলেন গুগল ম্যাপের উপর। নির্দেশনা মেনে পৌঁছে যান বাটকি ডোহ এলাকায়। কিন্তু টানা বৃষ্টির কারণে তখন নদী ফুলে ফেঁপে উঠেছে। উফান ধাক্কা মারছে চারপাশে। ছোট্ট সেতুর উপর দিয়ে বইছে ভয়ঙ্কর স্রোত।

কিন্তু বিপদ বুঝতে না পেরে তাঁরা গাড়ি চালিয়ে সেতু পার হওয়ার চেষ্টা করেন।

স্রোতে ভেসে গেল গাড়ি
গাড়ি সেতুর মাঝামাঝি পৌঁছনোর পরই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে স্রোতে ভেসে যায় ওয়াগনআর। নদীর গহীনে আটকে পড়ে দু’জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে।

পুলিশ ও গ্রামবাসীর তৎপরতায় রক্ষা
খবর পৌঁছয় চোপনা থানায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ টিম। শুরু হয় রেসকিউ অপারেশন। স্থানীয় গ্রামবাসী ও দক্ষ ডুবুরিরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন।

অতিরিক্ত এসপি কমলা জোশী জানিয়েছেন, দ্রুত তৎপরতার কারণেই প্রাণে বেঁচে যান কবীর ও হংসরাজ। গাড়ির ভেতরে আটকে পড়লেও সময়মতো তাঁদের বাইরে বের করা সম্ভব হয়।

এই উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন চোপনা থানার পুলিশ টিম এবং ইন্সপেক্টর নরেন্দ্র সিং পারিহার। পাশাপাশি স্থানীয় ডুবুরি দিলীপ ঘরামী, শংকর শিকদার, চিতরঞ্জন শিকদার, সত্তোজিৎ ঘরামী এবং অভিষেক শিকদার অসীম সাহসিকতা দেখান।

অতিরিক্ত স্রোতের কারণে আপাতত গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি। স্রোত কমলেই গাড়ি টেনে তোলার চেষ্টা হবে বলে জানিয়েছে পুলিশ।

ক’দিন আগেও ঘটেছিল এমনই ঘটনা
স্থানীয়রা জানিয়েছেন, কয়েকদিন আগেই একই এলাকায় উল্টে যায় একটি ট্র্যাক্টর-ট্রলি। সেই ঘটনায় পাঁচজন যাত্রীর মধ্যে তিনজনকে রেসকিউ করে উদ্ধার করেছিল চোপনা থানার পুলিশ। ওই ঘটনার পর পুলিশ ও গ্রামবাসীদের সাহসিকতার জন্য জেলা পুলিশ সুপার তাঁদের সম্মানিত করেছিলেন।

Advertisement

চোপনা থানার পক্ষ থেকে স্থানীয়দের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বর্ষার সময় নদী বা নালার উপর দিয়ে জল বইলে ঝুঁকি না নিয়ে বিকল্প রাস্তায় যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গুগল ম্যাপের উপর অন্ধভাবে ভরসা না করাই শ্রেয়। 

Read more!
Advertisement
Advertisement