Advertisement

শিফন শাড়িতে মোহময়ী AI ছবি ট্রেন্ডিং ফেসবুকে, কেসটা কী? কীভাবে বানাবেন? শিখে নিন

কেউ লাল তো কেউ বা কালো, বলিউড রেট্রো স্টাইলে শিফন শাড়ি পরা অবতারের ছবিতে ভরে গিয়েছে ফেসবুক। কীভাবে তৈরি করা যাচ্ছে এই অবতার? আজই শিখে নিন আর চটপট বানিয়ে ফেলুন নিজের অবতার।

নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 Sep 2025,
  • अपडेटेड 1:22 PM IST
  • শিফন শাড়িতে AI ছবিতে ছয়লাপ ফেসবুক
  • কীভাবে বানাবেন এই ধরনের AI অবতার?
  • রইল স্টেপ বাই স্টেপ গাইড

'কেসটা কী?' ফেসবুক জুড়ে লাল শিফন শাড়ি পরা মেয়েদের ছবির হিড়িক দেখে সকলের মনেই এই একটাই প্রশ্ন। কীভাবে হচ্ছে এই লুক চেঞ্জ? কোন AI বট রাতারাতি বদলে দিচ্ছে পোশাক? বলিউডের সেই আইকনিক ট্রেন্ড শাড়ি পড়া অবতার কোথায় তৈরি করা যাচ্ছে? গুগল হিস্ট্রিতে ঘুরছে এইসব প্রশ্নই। 

ফেসবুক দেখে আপনারও নিশ্চয়ই এমন শাড়ি পড়া অবতার তৈরির প্রবল ইচ্ছে হয়েছে? অথচ জানা নেই কোন AI-কে কী প্রম্পট দিয়ে এটি তৈরি করবেন? কুছ পরোয়া নহি! সমস্ত কিছুর হদিশ নিয়ে হাজির bangla.aajtak.in.

কোথা থেকে এল এই ট্রেন্ড?
এটি 'Gemini Nano Banana' ট্রেন্ড। গুগলের AI বট Gemini-তে এসেছে এই নয়া ফিচার। যার মাধ্যমে তৈরি করা হচ্ছে ভিনটেজ স্টাইল ছবি। বলিউডের আইকনিক শিফন শাড়ি পড়া অবতার তৈরি করে দিচ্ছে গুগলের এই আর্টিফিশিয়াল ইন্টালিজেন্স। সাধারণ সেলফি কিংবা ছবিকে রাতারাতি ড্রামাটিক লুক দিচ্ছে Gemini. বলিউডের নাইনটিস লুকের এই অবতারে ছয়লাপ সোশ্যাল মিডিয়া। 

কীভাবে তৈরি করবেন আপনার ভিনটেজ অবতার?
> Gemini-তে লগ ইন করুন। অ্যাপও ডাউনলোড করে ফেলতে পারেন।
> ঝকঝকে সোলো ছবি নিয়ে Gemini-কে দিন। 
> Banana Image Editing অপশনে ক্লিক করুন।
> AI-কে বলুন আপনার বলিউড স্টাইলের একটি ভিনটেজ অবতার বানিয়ে দিতে। 
> কিন্তু এর জন্য দিতে হবে বিশেষ কিছু প্রম্পট। সঠিক প্রম্পট না দিলে Gemini আপনার ভিনটেজ অবতার তৈরি করতে পারবে না। 

কী কী প্রম্পট দিলে তৈরি হবে?
> Convert this person into a retro vintage grainy but bright image, black party-wear saree, 90s film aesthetic. Lighting is warm, with golden sunset tones evoking golden hour glow.
> Create a realistic portrait of a woman in a translucent white polka-dot saree with matching blouse. A soft pink flower is tucked behind her ear, and warm light from the side casts a cinematic shadow.
> Convert the uploaded image into a stunning 4K HD portrait. The subject should have long, dark, wavy hair cascading over her shoulders. She should be wearing a translucent, elegant red saree draped over one shoulder, which reveals a fitted blouse underneath. White flowers should be tucked behind her right ear.
>  Create a retro, vintage-inspired image—grainy yet bright—based on the uploaded picture. The girl should be draped in a perfect purple chiffon, Pinterest-style aesthetic saree. The vibe must capture the essence of a '90s movie 'baddie,' with dark brown, silky hair and a small flower tucked visibly into her hair, enhanced by a windy, romantic atmosphere.
> Convert the uploaded picture into a retro, vintage, and grainy-but-bright image. Keep the facial features the same. The subject should be draped in a solid-coloured Banarsi saree with a Pinterest-retro aesthetic, giving it the feel of a '90s movie. Give her dark brown, silky, and shiny hair with a small flower visibly tucked into it.

Advertisement

সোশ্যাল মিডিয়া মানেই একের পর এক ট্রেন। মাত্র কয়েক মাস আগেই জিবলি ইমেজ বাজার কাঁপাচ্ছিল। থ্রিডি মডেল-মেকিং ঘিরে সম্প্রতি নেটিজেনদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। এবার বলিউড স্টাইল রেট্রো অবতার ভাইরাল। লাল-কালো শাড়ি পড়া অবতারে ছেয়ে গিয়েছে নেটপাড়া। 
 

 

Read more!
Advertisement
Advertisement