Advertisement

China: আবার মহামারি? চিনে নতুন ভাইরাস আতঙ্কে ভুগছে বিশ্ব, HMPV-এর লক্ষণ-চিকিত্‍সা

চিনে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব। SARS-CoV-2 (COVID-19) হ্যান্ডেলের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই দাবি করা হয়েছে। বলা হচ্ছে, মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। অনেকেই ইতিমধ্যে হাসপাতালে ভর্তি বলেও দাবি। যদিও চিন এখনও অফিসিয়ালি এই বিষয়ে কোনও ঘোষণা করেনি।

চিনে HMPV-র প্রাদুর্ভাব।চিনে HMPV-র প্রাদুর্ভাব।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 Jan 2025,
  • अपडेटेड 3:06 PM IST

চিনে HMPV ভাইরাসের প্রাদুর্ভাব। SARS-CoV-2 (COVID-19) হ্যান্ডেলের একাধিক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই দাবি করা হয়েছে। বলা হচ্ছে, মানুষের মধ্যে দ্রুত ছড়াচ্ছে এই ভাইরাস। অনেকেই ইতিমধ্যে হাসপাতালে ভর্তি বলেও দাবি। যদিও চিন এখনও অফিসিয়ালি এই বিষয়ে কোনও ঘোষণা করেনি। কিন্তু, এই ভাইরাস সংক্রমণের ভাইরাল ভিডিও, পোস্টের জেরে ফিরছে কোভিডের স্মৃতি। আবারও কি চিন থেকে কোনও সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়বে? আশঙ্কা করছেন অনেকে। যদিও এগুলো পুরোটাই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন হ্যান্ডেলের দাবি। এর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in ।
 


মেটাপনিউমোভাইরাস (HMPV)

হিউম্যান মেটাপনিউমোভাইরাস চিনে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে দাবি করা হচ্ছে। কোভিডের মতোই, এর ফলে মূলত শিশু এবং বয়স্কদের প্রভাব পড়ছে বলে জানা গিয়েছে।

SARS-CoV-2 (COVID-19) হ্যান্ডেলের  পোস্ট অনুযায়ী, এইচএমপিভি ছাড়াও, ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড-১৯ ভাইরাস সহ একাধিক ভাইরাস চিনে দ্রুত ছড়িয়ে পড়ছে বলে দাবি করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে আরও দাবি করা হচ্ছে যে, চিনের পেডিয়াট্রিক(শিশু) হাসপাতালগুলিতে নিউমোনিয়া এবং 'হোয়াইট লাংস'-এর কেস ক্রমেই বাড়ছে।

আগেই বলা হয়েছে, চিনে কিন্তু সরকারিভাবে এখনও এইচএমপিভি 'মহামারী' কিনা, সেই বিষয়ে কোনও বিবৃতি নেই।

HMPV কী?

হিউম্যান মেটাপনিউমোভাইরাস (HMPV)-এর প্রভাবে সাধারণ সর্দি-কাশির মতো উপসর্গ দেখা যায়। সাধারণত এর থেকে কাশির সমস্যা, শ্বাসকষ্ট, সর্দি বা গলা ব্যথা হয়।

ছোট শিশু এবং বয়স্কদের উপর HMPV-র গুরুতর প্রভাব পড়তে পারে। কারও যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, সেক্ষেত্রে এই ভাইরাসের প্রভাবে মারাত্মক অসুস্থতা হতে পারে।

HMPV-র প্রভাব

এইচএমপিভি সংক্রমণ থেকে ধীরে ধীরে ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়া হতে পারে। উপরের এবং নীচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটতে পারে।

এইচএমপিভি প্রতিরোধের উপায়

কোভিডের মতো ২০ সেকেন্ড ধরে সাবান দিয়ে ঘন ঘন হাত ধুতে হবে। অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করা এড়িয়ে চলতে হবে। অসুস্থ ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন।

সর্দি-কাশির মতো উপসর্গ থাকলে বাইরে বের হওয়ার সময় মাস্ক পরা উচিত। 

Advertisement

HMPV-র চিকিৎসা বা ভ্যাকসিন

বর্তমানে, HMPV-র জন্য কোনও নির্দিষ্ট অ্যান্টিভাইরাল চিকিত্সা নেই। কোনও ভ্যাকসিনও তৈরি হয়নি। উপসর্গ অনুযায়ী সাধারণ চিকিৎসা। অনেকটা কোভিডের মতোই।

এইচএমপিভি কি কোভিড-১৯-এর মতো?

এইচএমপিভি এবং কোভিড -19 এর উপসর্গ প্রায় একই রকম। দুই ভাইরাসই কাশি, জ্বর, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং শ্বাসকষ্টের মতো সমস্যা সৃষ্টি করে।

২০২৪-এর এপ্রিলে ভাইরোলজি জার্নালে প্রকাশিত সমীক্ষা অনুসারে, কোভিড -19-এর পরে, চিনের হেনানে HMPV-এর কেস বেড়েছে।  

Read more!
Advertisement
Advertisement