Advertisement

মাত্র ১১ বছরে বিদেশে জমি কিনল এই শিশু, কারণ জানলে অবাক হবেন

সাংবাদমাধ্যমকে Arnaldur জানায় যে সে শুধুমাত্র 'লর্ড' উপাধি পাওয়ার জন্য করেছে। যদিও আইসল্যান্ডে এর বিশেষ কোনও গুরুত্ব নেই। তবে Arnaldur-কে তার বন্ধুরা এখনও তাকে সেই নামেই ডাকছে। কেউই তার নামের আগে লর্ড বসাচ্ছে না। তাই তার ইচ্ছা সে স্কটল্যান্ডে থাকবে, যাতে সবাই তাকে লর্ড বলে সম্মোধন করেন। 

Arnaldur Kjárr ArnþórssonArnaldur Kjárr Arnþórsson
Aajtak Bangla
  • দিল্লি,
  • 16 Mar 2022,
  • अपडेटेड 11:35 AM IST
  • 'লর্ড' হওয়ার ইচ্ছা
  • ৩ হাজার টাকায় স্কটল্যান্ডে কেনা হল জমি
  • জমির মাপ ৫ বর্গফুট

আল্যাইসন্ডের Reykjavík-এর বাসিন্দা Arnaldur Kjárr Arnþórsson-এর বয়স ১১ বছর। তার ইচ্ছা ছিল তার নামের আগে 'লর্ড' উপাধি থাকুক। তাই স্কটল্যান্ডে একটি জমি কিনে ফেললো সে। একইসঙ্গে সে আরও জানাচ্ছে, এবার তার কাছে সেই অধিকার রয়েছে যে সে মানুষকে বলতে পারে যে তাকে লর্ড আর্নাল্ডুর বলে ডাকা হোক। আইসল্যান্ড মনিটর জানাচ্ছে, Arnaldur স্কটল্যআন্ডের  Ardallie কাছে একটি জমি কিনেছে। জমিটির মাপ ৫ বর্গফুট। দাম, ৩ হাজার টাকার কাছাকাছি। 

সাংবাদমাধ্যমকে Arnaldur জানায় যে সে শুধুমাত্র 'লর্ড' উপাধি পাওয়ার জন্য করেছে। যদিও আইসল্যান্ডে এর বিশেষ কোনও গুরুত্ব নেই। তবে Arnaldur-কে তার বন্ধুরা এখনও তাকে সেই নামেই ডাকছে। কেউই তার নামের আগে লর্ড বসাচ্ছে না। তাই তার ইচ্ছা সে স্কটল্যান্ডে থাকবে, যাতে সবাই তাকে লর্ড বলে সম্মোধন করেন। 

এই আইডিয়া কীভাবে এল?
জমি কেনার আইডিয়া Rag dolls-এর ভিডিও দেখে পায় Arnaldur Kjárr Arnþórsson। এরপর সে গুগল সার্চ করে এবং দেখে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে জমি কিনলে ৮০ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে। এই সুযোগ তার কাছে চমৎকার বলে মনে হয় এবং তাই সে 'লর্ড' হওয়ার সুযোগ আর হাতছাড়া করতে চায়নি।

আরও পড়ুন

এরপর বিষয়টি নিয়ে নিজের বাবা Arnþór Snær Sævarsson সঙ্গে কথা বলে সে। ছেলের প্রস্তাবে রাজি হন বাবা এবং জমি কেনার জন্য তাকে আর্থিক সাহায্যও করেন। তবে Arnaldur-কে কেউ লর্ড বলবেন কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত নন তার মা Elísabet Ólafsdóttir। 

 

Read more!
Advertisement
Advertisement