Advertisement

এ কী কাণ্ড! বিয়ের সময় ঘুমিয়ে পড়লেন কনে, ভিডিও Viral

ভিডিওটি  (Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে Battered Suitcase নামের একটি অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে লাল রঙের বিয়ের পোশাক পরে সোফায় বসে রয়েছেন নববধূ। আর সেখানে বসেই ঘুমে ঢুলছেন তিনি। পাশে দাঁড়িয়ে রয়েছেন বর। এমনকী বন্ধুরা যে গোটা ঘটনাটি ভিডিও রেকর্ডিং করছেন সেটাও বুঝতে পারেননি কনে। 

বিয়ের সময় ঘুমিয়ে পড়লেন কনেবিয়ের সময় ঘুমিয়ে পড়লেন কনে
Aajtak Bangla
  • দিল্লি,
  • 19 Dec 2021,
  • अपडेटेड 1:43 PM IST
  • বিয়েতেই ঘুমিয়ে পড়লেন নববধূ
  • ভিডিও রেকর্ডিং করলেন বন্ধুরা
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

ভারতীয় বিয়ে একটি দীর্ঘ পদ্ধতি। অনেকক্ষেত্রেই বিয়ের রীতি রেওয়াজ ভোর থেকে শুরু হয়, চলে মাঝরাত্রি পর্যন্ত। যার জেরে রীতিমতো ধকল যায় বর কনের ওপর দিয়ে। আর সেই ক্লান্তিতেই এবার ঘুমিয়ে পড়লেন এক নববধূ। ভিডিওটি ভাইরালও (Viral) হল সোশ্যাল মিডিয়ায়। 

ভিডিওটি  (Video) সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে Battered Suitcase নামের একটি অ্যাকাউন্ট থেকে। তাতে দেখা যাচ্ছে লাল রঙের বিয়ের পোশাক পরে সোফায় বসে রয়েছেন নববধূ। আর সেখানে বসেই ঘুমে ঢুলছেন তিনি। পাশে দাঁড়িয়ে রয়েছেন বর। এমনকী বন্ধুরা যে গোটা ঘটনাটি ভিডিও রেকর্ডিং করছেন সেটাও বুঝতে পারেননি কনে। 

ভিডিওর ক্যাপশান দেখে বোঝা যাচ্ছে যে তখন সময় হয়ে গিয়েছিল ভোর সাড়ে ৬টা। কিন্তু তখনও বিয়ে মেটেনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার হওয়া মাত্র সেটি ভাইরাল হয়ে যায়। তাতে লাইকও দিয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখে বিবিধ কমেন্ট করেছেন নেটিজেনরা। 

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement