দশম শ্রেণির ছাত্রীর সঙ্গে সরকারি স্কুল শিক্ষিকার ঘনিষ্ঠ ফটোশ্যুট ঘিরে পড়ে গিয়েছে শোরগোল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফটোশ্যুটের ছবি ভাইরাল। তাতে দেখা গিয়েছে, শিক্ষামূলক ভ্রমণে গিয়ে ছাত্র ও শিক্ষিকা পরস্পরকে জড়িয়ে ধরে চুম্বন করছেন। নেটিজেনরা প্রশ্ন করছেন, কোথায় যাচ্ছে সমাজ?
কর্ণাটকের মুরুগামাল্লায় শিক্ষা ভ্রমণে গিয়ে ছাত্রকে জড়িয়ে ধরে ছবি তুলেছেন এক শিক্ষিকা। পরস্পরের গালে চুম্বন করতেও দেখা যাচ্ছে ছবিতে। দুজনের পরিচয় এখনও জানা যায়নি। এক নেটিজেনের দাবি, 'ঘটনাটি মুরুগামাল্লার চিক্কাবল্লাপুরের। শিক্ষিকার বিরুদ্ধে ব্লক শিক্ষা অফিসারের কাছে অভিযোগ দায়ের করেছেন ছাত্রের মা-বাবা। তাঁরা শিক্ষিকার আচরণ নিয়ে তদন্তের দাবি করেছেন।'
শিক্ষিকা ও ছাত্রের ঘনিষ্ঠ ছবি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে নেট মাধ্যমে। শিক্ষিকার শাস্তির দাবি করেছেন অনেকে। আবার অনেকের দাবি, দুপক্ষের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হোক।
জানা গিয়েছে, শিক্ষা আধিকারিক উমাদেবীর কাছে অভিযোগ দায়ের করেছেন ছাত্রের মা-বাবা। তদন্তের জন্য স্কুল পরিদর্শন করেছেন তিনি। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও মন্তব্য করতে চাননি উমাদেবী। ঘটনায় প্রশ্ন উঠেছে, শিক্ষিকা ও ছাত্রের মধ্যে সম্পর্ক কোথায় নেমে এল? নৈতিকতা কি দিন দিন শিকেয় উঠছে? নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিয়েছেন নেটিজেনরা।