Advertisement

পিছনের সিটে মদে বেসামাল তরুণী, কী করলেন কলকাতার চাকরিপ্রার্থী শিক্ষক ক্যাব চালক? VIRAL VIDEO

'কাকু আমি খুব ড্রাঙ্ক, প্লিজ আমায় হেল্প করো...।' পিছনের আসনে বসে এ কথাই বারবার বলে চলেছিলেন মত্ত তরুণী। বেসামাল সেই যাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন প্রাথমিক শিক্ষক চাকরিপ্রার্থী এবং পেশায় ক্যাব চাসক মুন্না আজিজ। দেখুন সেই ভাইরাল ভিডিও...

কলকাতার ভাইরাল ক্যাব চালককলকাতার ভাইরাল ক্যাব চালক
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 29 Dec 2025,
  • अपडेटेड 8:54 AM IST
  • যাত্রীর আসনে বেসামাল তরুণী
  • মদে চুর হয়ে চালকের কাছে সাহায্য চাইলেন
  • নিরাপদে বাড়ি পৌঁছে দৃষ্টান্ত স্থাপন চালকের

অতিরিক্ত ভাড় চাওয়া, অহেতুক রাইড ক্যানসেল কিংবা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার, সংবাদমাধ্যমে প্রায়শই অ্যাব ক্যাব চালকদের নিয়ে এহেন ঘটনা নজরে পড়ে। দেশের অন্য শহর তো বটেই, কলকাতাতেও আখছাড় পাওয়া যায় এমন খবর। তবে মত্ত তরুণীকে সামলে, নিরাপদে তাঁকে বাড়ি পৌঁছে দিয়ে শিরোনামে উঠে এলেন কলকাতার এক ক্যাব চালক। 'কাকু, আমি খুব ড্রাঙ্ক... প্লিজ হেল্প মি...।' গাড়িতে উঠে এ কথাই বলে চলেছিলেন এক মত্ত তরুণী। এরপর অ্যাব ক্যাব চালক যা করলেন, ভাইরাল হলেন মুহূর্তেই। 

ঠিক কী ঘটেছিল? 
চলছে উৎসবের মরশুম। বড়দিন, বর্ষবরণের এই সপ্তাহ জুড়েই পার্টিতে মেতেছে জেন জি। লেট নাইট পার্টি থেকে ড্রিঙ্ক করে বাড়ি ফেরার সময়ে দেদার বুকিং করছেন অ্যাপ ক্যাব। সম্ভবত, অ্যাপ ক্যাব চালক মুন্না আজিজের ট্যাক্সিটিও সেভাবেই বুক করেছিলেন এক তরুণী। পিছনের আসনে তরুণী বসতেই মুন্না বুঝতে পারেন, মেয়েটি মত্ত অবস্থায় রয়েছেন। তাঁকে সুরক্ষিত বাড়ি পৌঁছে দেওয়াই লক্ষ্য ছিল মুন্নার। 

ট্যাক্সিতে যা যা ঘটেছে, একটি ভিডিও করা হয়েছে। তবে কোনও ভাবেই ওই তরুণীর মুখ এবং পরিচয় প্রকাশিত হয়নি। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, পিছনের আসনে বসা ওই তরুণী বলছেন, 'কাকু, আমি খুব ড্রাঙ্ক... প্লিজ হেল্প মি।' এরপরই মুন্না আজিজ তাঁকে সামলাতে শুরু করেন। তাঁকে আশ্বস্ত করে বলেন, 'হ্যাঁ বেটা তুমি সত্যিই খুব ড্রাঙ্ক। তবে চিন্তা করো না। আমি তোমাকে ঠিক তোমার বাড়ি পৌঁছে দেব।' মেয়েটি আশঙ্কায় ভোগেন, তাঁর মা বকাঝকা করবেন। মেয়েটিকে বলতে শোনা যায়, 'কাকু আমার মা আমায় বাড়ি ফিরলেই থাপ্পড় মারবে।' জবাবে চালক বলেন, 'তোমার মায়ের তো এমনটাই করা উচিত।'

এরপর তরুণীর ফোনে তাঁর মায়ের ফোন আসে। তরুণী ধরে বলেন, 'আমি আমি রাস্তায়। গাড়িতে রয়েছি। বাড়ি যাচ্ছি।' তরুণী এতটাই বেসামাল ছিলেন, সঠিক ভাবে ফোনে বোঝাতেই পারছিলেন না মাকে, কোন রাস্তায় রয়েছেন তা-ও ঠিক মতো জানাতে পারছিলেন না। ফোনটি তখন তাঁর হাত থেকে নিয়ে অ্যাপ ক্যাব চালক বলেন, 'আপনি চিন্তা করবেন না। আমরা এখন উল্টোডাঙায় আছি। রাস্তায় খুব জ্যাম পৌঁছতে দেরি হবে। তবে আমি ওঁকে নিরাপদে বাড়ি পৌঁছে দেব। আর পৌঁছনোর ৫ মিনিট আগে আপনাকে ফোনও করে দেব।' ট্যাক্সি চালকের এহেন আচরণ দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। এ যেন এক দৃষ্টান্ত, মনে করছেন সকলেই। 

Advertisement

প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

যাত্রীকে সুরক্ষিত ভাবে গন্তব্য পৌঁছনোর মধ্যে বাড়তি কোনও বাহাদুরি হয়তো নেই। এটাই তাঁর কাজ। ভিডিওতে বারবার এ কথাই বলতে শোনা যায় মুন্না আজিজকে। মত্ত তরুণীকে সামলে, একফোঁটাও মেজাজ না হারিয়ে, গোটা রাস্তা শান্ত ও সংযত হয়ে গাড়ি চালিয়ে, নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মুন্না আজিজের তারফি চলছে নেটপাড়ায়। ভিডিওতে দেখ গিয়েছে, ট্যাক্সি থেকে নামার পর এমনকী বাড়ির দরজাও খুলতে সক্ষম ছিলেন না মত্ত ওই তরুণী। দরজা খুলে তাঁকে সাহায্যও করেন চালক। 

জানা গিয়েছে, মুন্না আজিজ একজন প্রাথমিক শিক্ষক পদের চাকরিপ্রার্থী। এখনও চাকরি না পাওয়ায় অ্যাপ ক্যাব চালান তিনি। যাত্রাপথে যাত্রীদের সঙ্গে গল্প, আড্ডা, মজার কথাবার্তা রেকর্ড করেন ট্যাক্সির ক্যামেরায়। তারপর সেই ভিডিও ইনস্টাগ্রামে আপলোডও করে থাকেন। এ দিনের ঘটনা মজার না হলেও, সেটি রেকর্ড করে পোস্ট করেছিলেন মুন্না। আর তাতেই মুহূর্তে ভাইরাল হন। দায়িত্ববোধের পরিচয় দিয়ে মন জয় করে নেন নেটপাড়ায়। 


 

Read more!
Advertisement
Advertisement