Advertisement

Private Tutor Job: ৪ সপ্তাহের ছুটি, মাইনে ২ কোটি! ১ বছরের বাচ্চার জন্য প্রাইভেট টিউটর খুঁজছেন মা

পড়াতে হবে ১ বছরের একটি শিশুকে। আর তার জন্য বেতন মিলবে ২ কোটি। একইসঙ্গে পাওয়া যাবে ৪ সপ্তাহের ছুটি। অবাস্তব ভাবছেন? এই চাকরিই অফার করছেন ইংল্যান্ডের দম্পতি। জানুন কী যোগ্যতা লাগবে।

প্রাইভেট টিউটরের বেতন ২ কোটি প্রাইভেট টিউটরের বেতন ২ কোটি
Aajtak Bangla
  • লন্ডন ,
  • 23 Oct 2025,
  • अपडेटेड 4:30 PM IST
  • ১ বছরের বাচ্চার জন্য প্রাইভেট টিউটর খুঁজছে মা
  • ৪ সপ্তাহের ছুটি, মাইনে ২ কোটি
  • কী কী যোগ্যতা লাগবে?

বাচ্চারা সহজেই পড়তে বসতে চায় না। খেলাধুলো আর মোবাইল গেমে ডুবে থাকা এই জেনারেশনকে বইমুখো করে তুলতে নাভিঃশ্বাস ওঠে কর্মব্যস্ত বাবা-মায়েদের। অনেকে আবার শিশুদের পড়াতে ভালোবাসেন। কিন্তু জানেন কি, ১ বছরের একটি শিশুকে পড়াশোনা করানোর জন্য পাওয়া যাচ্ছে ২ কোটি টাকা বেতন। অবাক হচ্ছেন? বাস্তবেই এই বহুমূল্যের প্রাইভেট টিউশনের অফার দিচ্ছে ইংল্যান্ডের এক ধনী দম্পতি। এই মর্মে একটি বিজ্ঞাপনও প্রকাশ করেছেন তাঁরা। 

দ্য সান-এর রিপোর্ট অনুসারে, ইংল্যান্ডের বাসিন্দা এক মহিলা ১ বছরের শিশুর জন্য প্রাইভেট টিউটর চেয়ে একটি বিজ্ঞাপন দিয়েছেন। 'মমসনেট' নামে একটি প্ল্যাটফর্মে সেই বিজ্ঞাপনটি দিয়েছেন তিনি। 

২ কোটি টাকা স্যালারি
মহিলা বিজ্ঞাপনে উল্লেখ করেছেন, ১ বছরের বাচ্চাকে প্রাইভেট টিউশন পড়ানোর জন্য শিক্ষক প্রয়োজন। বার্ষিক বেতন প্রায় ২ কোটি টাকা। যোগ্যতার মাপকাঠি এবং সুযোগ-সুবিধার কথা শুনে অবাক হচ্ছে অনেকেই। স্বপ্নের এই চাকরির খবর দেওয়ার পাশাপাশি একটি লিঙ্কও পোস্ট করেছেন তিনি। 

সন্তানকে কীভাবে তৈরি করতে চান বাবা-মা?
উত্তর লন্ডন থেকে এই বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। নিজের ১ বছরের ছেলেকে ইংলিশ জেন্টেলম্যান তৈরি করতে চান। সে কারণেই যোগ্য শিক্ষকের খোঁজ করছেন। শিক্ষকের যোগ্যতা বেশি থাকতে হবে বলে উল্লেখ রয়েছে বিজ্ঞাপনে। ফলত ন্যানি কিংবা আয়াদের জন্য এই চাকরি যথাযথ নয়।

বিজ্ঞাপনে এ-ও উল্লেখ করা রয়েছে, যে কোনও সাংস্কৃতিক বিষয় মাথায় ঢোকানোর আগে যেন বাচ্চা ব্রিটিশ সংস্কৃতি নিজের মজ্জায় ঢুকিয়ে ফেলতে পারেস সেদিকে নজর রাখতে হবে বিশেষ করে। বাচ্চাকে যা কিথু শেখানো হবে, তা যেন উচ্চমানের হয়। 

জানানো হয়েছে, একটি বহুভাষী পরিবারের সন্তান ওই শিশু। তার দাদার বয়স ৫। একটু দেরি করে তার প্রশিক্ষণ শুরু হওয়ায় সঠিক ভাবে সে এখনও ইংলিশ জেন্টেলম্যান হতে পারেনি। এবার আর তাই কোনও ঝুঁকি নিতে নারাজ ইংল্যান্ডের এই শিশুদের বাবা-মা। তারা ১ বছর থেকেই ছোট ছেলেকে প্রশিক্ষণ দিয়ে ব্রিটেনে থাকার উপযোগী করে তুলতে চাইছে। এই সময়টা শিশুরা নিজে থেকে কিছু করতে পারে না, যা দেখা বা যা শেখানো হয়, তাই আত্মসাৎ করে ফেলে। ফলত এই সময়ের মধ্যেই শিশুকে প্রশিক্ষণ দিতে চাইছেন বাবা-মা। 

Advertisement

কারা আবেদন করতে পারবেন?
যোগ্যতার একটি লম্বা তালিকাও দেওয়া হয়েছে বিজ্ঞাপনে। আদর্শ শিক্ষক এমনই মানুষ যিনি অত্যধিক শিক্ষিত হবেন। যার শব্দের ভাণ্ডার থাকবে এবং সর্বোপরি সঠিক উচ্চারণে ইংরেজি বলতে পারবে গড়গড় করে। 

সংগীত, বিশেষত ব্রিটিশ সংগীতের উপর দখল থাকতে হবে শিক্ষকের। ব্রিটিশ ভাবাবেগে বুঝতে পারবেন। লর্ডস, মিউজিয়াম, থিয়েটার, উইম্বলডন দেখার অভিজ্ঞতা থাকতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি এই শিক্ষাগুলিরও প্রয়োজন রয়েছে বলে মনে করছেন শিশুটির বাবা-মা। 

কী কী সুযোগ সুবিধা?
ইংল্যান্ডের বাসিন্দা ওই দম্পতি মনে করছেন, ছেলেকে হয় সেন্ট পলস নয় ওয়েস্টমিন্সটারের মতো প্রতিষ্ঠিত স্কুলে পড়ানোর মতো ট্রেনিং দিয়ে দওয়া বাধ্যতামূলক। তাদের প্রকাশিত বিজ্ঞাপনে ২ কোটি টাকার মোটা বেতনও অফার করা হয়েছে।

বছরে মিলবে ৪ সপ্তাহের ছুটি এবং বেড়ানোর জন্য একটি গাড়ি ও চালক।   

এই অভিনব চাকরির বিজ্ঞাপন প্রকাশ হতেই তা হু হু করে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ব্রিটেনের গণ্ডি পেরিয়ে এ দেশের মানুষও এই চাকরি করতে আগ্রহ প্রকাশ করেছে। 


 

Read more!
Advertisement
Advertisement