Advertisement

Madhya Pradesh: দেশজুড়ে ২৫টি বিয়ে করেছেন এই মহিলা, কেন? পুলিশের জালে সেই 'লুটেরি দুলহন'

মাত্র ২৩ বছর বয়সে ২৫টা বিয়ে! বিভিন্ন রাজ্যে বিয়ে করে টাকা পয়সা, গয়না নিয়ে চম্পট দেয়। প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের বাসিন্দা অনুরাধা। জানা যায় ২৫ বারই বিয়ে করে কিছু দিন পরই পালিয়ে যেতেন এই মহিলা। কেবলমাত্র সাওয়াই মাধোপুরের ম্যানটাউন থানায় এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভুয়ো গ্রাহক সেজে এই  কনেকে ধরতে সফল হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

২৫টা বিয়ে করে অভিযুক্ত ভোপালের 'লুটেরি দুল্হন' অনুরাধা২৫টা বিয়ে করে অভিযুক্ত ভোপালের 'লুটেরি দুল্হন' অনুরাধা
Aajtak Bangla
  • ভোপাল,
  • 20 May 2025,
  • अपडेटेड 12:57 PM IST

মাত্র ২৩ বছর বয়সে ২৫টা বিয়ে! বিভিন্ন রাজ্যে বিয়ে করে টাকা পয়সা, গয়না নিয়ে চম্পট দেয়। প্রতারণায় অভিযুক্ত মধ্যপ্রদেশের বাসিন্দা অনুরাধা। জানা যায় ২৫ বারই বিয়ে করে কিছু দিন পরই পালিয়ে যেতেন এই মহিলা। কেবলমাত্র সাওয়াই মাধোপুরের ম্যানটাউন থানায় এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ভুয়ো গ্রাহক সেজে এই  কনেকে ধরতে সফল হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

ম্যানটাউন থানার এএসআই মিঠা লাল যাদব জানান, ৩ মে আইএইচএস কলোনির বাসিন্দা বনওয়ারি লাল শর্মার ছেলে বিষ্ণু ম্যানটাউন থানায় একটি প্রতিবেদন দায়ের করেন। তাতে বলেন, মধ্যপ্রদেশের খান্ডওয়ার বাসিন্দা অভিযুক্ত সুনীতা। তিনি খেদলার বাসিন্দা পাপ্পু মীনা বিষ্ণুকে তাঁর পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। এর পর, সে অনুরাধার ছবি দেখিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করে। অভিযুক্তরা সাওয়াই মাধোপুর আদালত চত্বরে চুক্তিপত্র প্রস্তুত করে, যেখানে তারা টাকা পেয়েছিল। ২ লক্ষ টাকা দিয়ে ২০ এপ্রিল বিয়ে হয়। এরপর, অনুরাধা ২ মে রাতে বাড়ি থেকে পালিয়ে যায়। গয়না, নগদ টাকা এবং মোবাইল ফোন নিয়ে চম্পট দেয়। এরপর ওই মহিলাকে ধরতে পুলিশের একটি দল গঠন করা হয়।

তথ্যের ভিত্তিতে এএসআই পুলিশ দল নিয়ে ভোপালে পৌঁছন। অনুরাধার খোঁজ শুরু করেন। অভিযুক্তকে ধরার জন্য এএসআই ফাঁদ পাতেন। কনেকে নিয়ে একজন কনস্টেবলের কাছে যান। একজন দালাল মহিলাদের ছবি দেখায়, যেখানে অভিযুক্তের নামও ছিল। এর পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা যায়, এই চক্রে বিয়েতে আগ্রহী ব্যক্তিদের সাথে ২ থেকে ৫ লক্ষ টাকার লেনদেন করা হত। তাদের আস্থা অর্জনের পর, তারা ভুয়ো নাম এবং ঠিকানা দিয়ে একটি চুক্তি করে বিয়ে সম্পন্ন করাত। এর পরে, সুযোগ বুঝে পালাত মহিলা। বিষ্ণু শর্মার বাড়ি থেকে পালানোর পর, অনুরাধা কালা পিপাল পান্না খেদি ভোপালের বাসিন্দা গব্বারের কাছ থেকে ২ লক্ষ টাকা নিয়ে তাকে পুনরায় বিয়ে করে। এরপর তার সঙ্গেই থাকত। অভিযুক্ত এখনও পর্যন্ত প্রায় ২৫ জনকে জালে ফাঁসিয়ে বিয়ে দিয়ে প্রতারণা করেছে।

Advertisement

(Reported By: Sunil Joshi)

Read more!
Advertisement
Advertisement