কথায় আছে প্রয়োজন থেকেই হয় আবিষ্কার। এই কথার প্রমাণ আরও একবার পাওয় গেল মধ্যপ্রদেশের খরগোনে (Madhya Pradesh Khargone)। পেট্রোলের আকাশছোঁয়া দামে নাজেহাল হয়ে এবার নিতে দেখা গেল বিকল্প ব্যবস্থা। বাড়ির গ্যাস দিয়ে চলতে দেখা গেল বাইক। ১ কিলো গ্যাসে বাইক চলছে ৯০ কিলোমিটার। তিন কিলোর গ্যাস বিশেষ প্রক্রিয়ায় বাইকের ডিকিতে ফিট করে একদিনে ২৫০ কিলোমিটারের বেশি যাত্রা করা যাচ্ছে। নতুন এই প্রযুক্তি যুবসম্প্রদায়ের মধ্যে যথেষ্টই জনপ্রিয় হয়েছে।
অনেক যুবকই এখন নিজেদের বাইকে ৩ কিলোর এই গ্যাস সিলিন্ডার লাগাচ্ছেন। গ্যাস কিট লাগাতে খরচ পড়ছে ৩-৪ হাজার টাকা। আর একবার সিলিন্ডার ভরিয়ে নিলে ২৫০ কিলোমিটার পর্যন্ত চালানো যাচ্ছে বাইক। খারগোনের বিস্তান রোডে অবস্থিত আজহার খানের দোকানে এখন এই কিট লাগানোর জন্য যথেষ্টই ভিড় দেখা যাচ্ছে।
পেট্রোলেও চালানো যাবে বাইক
মেকানিক আজম খান জানাচ্ছেন, পেট্রোলের দাম লিটার প্রতি ১০০-র উপরে। কিন্তু এক লিটার পেট্রোলে গাড়ি চলে ৫০ কিলোমিটার। তবে ৭০ টাকার গ্যাসে বাইক চালানো যাচ্ছে ৮০-৯০ কিলোমিটার। আড়াই কিলো, তিন কিলো ও সাড়ে তিন কিলোর গ্যাসের ট্যাঙ্ক রয়েছে। গাড়ি চললে নিজের থেকেই চালু হয়ে যাবে গ্যাস, আর ইঞ্জিন বন্ধ হলে তা আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। আরও বড় কথা এতে পেট্রোল ও গ্যাস, দুটি সংযোগই রয়েছে। সেক্ষেত্রে গ্যাস শেষ হয়ে গেলে পেট্রোলেও চালান যাবে গাড়ি। আর তাতে গাড়ির কোনও ক্ষতি হবে না বলেই দাবি মেকানিকদের।
অটোমোবাইল সঞ্চালক নিজামুদ্দিন শেখ জানান, পেট্রোলের ঊর্ধ্বমুখী দামের জন্য মানুষ গ্যাস কিটের দিকে আকর্ষিত হচ্ছেন। ৭০ টাকায় ৮০-৯০ কিলোমিটার বাইক চালান যাচ্ছে। খরচ পড়ছে আড়াই থেকে তিন হাজার টাকা। তাই মানুষ গ্যাস কিট পছন্দ করছেন।