সম্প্রতি মিস ইউনিভার্স হয়েছেন ভারতের হরনাজ সান্ধু (Harnaaz Sandhu)। বিশ্বের তাবড় সুন্দরীদের পিছনে ফেলে দিয়ে এই খেতাব জিতে নিয়েছেন তিনি। মাথায় তুলে নিয়েছেন মিস ইউনিভার্সের মুকুট। কিন্তু আপনি কি জানেন হরনাজ সান্ধুর মাথার মুকুটের দাম কত? কোন কোন দামী পাথর দিয়েই বা তৈরি ওই মুকুট?
মিস ইউনিভার্স (Miss Universe 2021) খেতাব জয়ের পরে হরনাজ সান্ধুকে যে মুকুট মাথায় পরানো হয়েছে তার দাম ৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার দাম ৩৮ কোটি টাকারও বেশি। জানা যাচ্ছে, এই প্রতিযোগিতা শুরুর পর থেকে ধীরে ধীরে মুকুটটিকে আপডেট করা হয়েছে। সেক্ষেত্রে ২০১৪ সাল থেকে মিস ইউনিভার্সকে যে মুকুট পরানো হচ্ছে তা হীরে, পোখরাজ, ক্রিস্টাল সহ আরও বেশকিছু বহুমূল্যবান রত্ন দিয়ে তৈরি।
আর শুধু তাই নয়, যিনি মিস ইউনিভার্সের খেতাব পান, তাঁর মাসিক বেতনও লাখ টাকার ওপরে হয়, এবং সেটি প্রতি বছর পরিবর্তিতও হয়। তাছাড়াও মিস ইউনিভার্স হওয়ার পর ১ বছর নিউইয়র্কে (New York) থাকার সুযোগ এবং বিশ্বের প্রথম সারির ক্যামেরা পার্সনদের সঙ্গে কাজ করা সুযোগও পাওয়া যায়। একইসঙ্গে একবারে বিনামূল্যে বিশ্বভ্রমণেরও সুযোগ পেয়ে যান মিস ইউনিভার্স।