Advertisement

এত দূর থেকেও দেখা যাচ্ছে Mount Everest! সোশ্যাল মিডিয়ায় ছবি Viral

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মহাকাশ থেকে তাকে কেমন লাগে? নাসার মহাকাশচারী ডন পেটিটের তোলা এক অবিশ্বাস্য ছবিতে সেটাই উঠে এল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তুমুল ভাইরাল হয়েছে সেই দৃশ্য।

কয়েকশো কিলোমিটার দূর থেকে মাউন্ট এভারেস্ট।॥কয়েকশো কিলোমিটার দূর থেকে মাউন্ট এভারেস্ট।॥
Aajtak Bangla
  • কলকাতা,
  • 12 Oct 2025,
  • अपडेटेड 6:50 PM IST
  • হাকাশ থেকে তাকে কেমন লাগে? নাসার মহাকাশচারী ডন পেটিটের তোলা এক অবিশ্বাস্য ছবিতে সেটাই উঠে এল। 
  • সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তুমুল ভাইরাল হয়েছে সেই দৃশ্য।
  • পেটিট তাঁর পোস্টে লিখেছেন, 'হিমালয় পর্বতশ্রেণির উপরে কক্ষপথে ঘুরছি।'

বিশ্বের উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। মহাকাশ থেকে তাকে কেমন লাগে? নাসার মহাকাশচারী ডন পেটিটের তোলা এক অবিশ্বাস্য ছবিতে সেটাই উঠে এল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই তুমুল ভাইরাল হয়েছে সেই দৃশ্য। পেটিট তাঁর পোস্টে লিখেছেন, 'হিমালয় পর্বতশ্রেণির উপরে কক্ষপথে ঘুরছি। এই ছবিতে মাউন্ট এভারেস্টকে দেখা যাচ্ছে, সঙ্গে দৃশ্যমান নেপালের বহু অংশ।' ছবিটি তিনি তুলেছেন তাঁর সাম্প্রতিক ছ’মাসের মহাকাশ অভিযানের সময়। এই অভিযানে তিনি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ২২০ দিন ছিলেন।

ছবিতে দেখা যাচ্ছে; পৃথিবীর বুকে এক টুকরো সাদা মুকুটের মতো হিমালয়। তুষারে মোড়া শৃঙ্গগুলোকে দেখে মনে হয়, যেন নীল আকাশে ভেসে থাকা কোনও স্বপ্নরাজ্য। সেই বরফঢাকা পর্বতগুলির মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে বিশ্বের মাথা; মাউন্ট এভারেস্ট। ছবিটি ঘুরে বেড়াচ্ছে পৃথিবীর নানা প্রান্তে, বিজ্ঞানী থেকে শুরু করে সাধারণ মানুষ; সবাই তাকিয়ে বিস্ময়ে।

এই মহাকাশ থেকে তোলা ছবির পাশাপাশি আরেকটি ভিডিওও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। বিহার থেকে এভারেস্ট দেখা গিয়েছে; এমন এক ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ আবহাওয়া, স্বচ্ছ আকাশ আর দূষণহীন পরিবেশে নাকি এই বিরল দৃশ্য দেখা সম্ভব হয়। খুবই কম সময়ে এমন পরিস্থিতি তৈরি হয়, তাই এই দৃশ্য প্রত্যক্ষ করার সুযোগ খুব কম মানুষেরই হয়।

বিশেষজ্ঞদের মতে, কখনও কখনও বাতাসে ধুলো ও আর্দ্রতার পরিমাণ কমে গেলে হিমালয়ের তুষারাবৃত চূড়া শত শত কিলোমিটার দূর থেকেও দৃশ্যমান হয়। তবে এমন মুহূর্তের ছবি বা ভিডিও খুবই বিরল; তাই একবার দেখা গেলে তা ভাইরাল হয়ে যায় ঝড়ের গতিতে।

ডন পেটিটের মহাকাশ থেকে তোলা সেই ছবি আর বিহার থেকে দেখা এভারেস্ট; দুই-ই একসঙ্গে আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সৌন্দর্য কত অসীম। মহাকাশ থেকে দেখা এই দৃশ্য শুধু বৈজ্ঞানিক সাফল্য নয়, এটি এক প্রতীক; মানুষ ও প্রকৃতির বন্ধনের, যা কোনও সীমান্ত মানে না।

Advertisement

শেষমেশ একটাই বার্তা স্পষ্ট; পৃথিবী আমাদের সবার, আর এই অসাধারণ গ্রহের সৌন্দর্যকে রক্ষা করাই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব।

Read more!
Advertisement
Advertisement