হাতে সিগারেট জ্বলছে। টানছেন তিনি। কয়েকজন প্রতিবাদ করলে তাঁদের দিকে তেড়েও এলেন। চলন্ত ট্রেনে যুবতীর এই কাণ্ডকারখানা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
ঘটনা গতবছরের সেপ্টেম্বর মাসের বিশাখাপত্তনম-গান্ধীধাম সুপারফাস্ট এক্সপ্রেসের। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, একজন যুবতী এসি কোচের একটি সিটে বসে রয়েছেন। সেখানে বসে বসেই সিগারেট খাচ্ছেন। একজন সহযাত্রী তাঁকে জিজ্ঞাসা করছেন, 'আপনি এটা কী করছেন? ট্রেনে বসে কেন সিগারেট খাচ্ছেন? আপনি জানেন না যে এটা একটি এসি কোচ?'
যখন ওই ব্যক্তি যুবতীর সঙ্গে কথা বলছেন, তখন আর এক সহযাত্রী ঘটনার ভিডিও করছিলেন। আর তা দেখে রেগে যান সেই মহিলা যাত্রী। তিনি চিৎকার করে ওঠেন। বলতে শুরু করেন, 'আপনি ভিডিও রেকর্ডিং কেন করছেন? এখনই আমার সামনে ডিলিট করুন। আপনি কেন আমার সিগারেট খাওয়াতে আপত্তি জানাচ্ছেন? এটা কি আপনার ট্রেন?'
ঠিক তখন ট্রেনের আরও কয়েকজন যাত্রী যুবতীর আচরণের প্রতিবাদ জানান। তাঁরা বলেন, 'কোনওভাবেই এই আচরণ কাম্য নয়। ট্রেনে সিগারেট খাওয়া আইনত অপরাধ।' কিন্তু তাতেও সিগারেট খাওয়া থেকে বিরত থাকেননি সেই যুবতী। তিনি বলতে থাকেন, 'আমি সিগারেট খাচ্ছি আমার পয়সায়। তাতে তোমাদের কী? এই ট্রেন আপনাদের নয়। আমি তো বলেছি বাইরে চলে যাব। তারপরও কেন তোমরা আমার উপর চিৎকার করছ? আগে ভিডিও ডিলিট করতে হবে আমার।'
কিন্তু তারপরও প্রতিবাদীরা যুবতীর আচরণের প্রতিবাদ করেন। তখন তিনি বলে বসেন, 'তোমরা যা পারো করে নাও। পুলিশ ডাকো প্রয়োজনে। পুলিশও আমারও কিছু করতে পারবে না। আমি অমন অনেক দেখেছি।'
যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।