এটা আমার গাড়ি, এটা আমি, আর এখানে পাভরি হচ্ছে। সোশ্যাল মিডিয়া জুড়ে বর্তমানে এই লাইন শোনেনি এমন লোক খুব রয়েছেন। অনেকের মনেই প্রশ্ন উঠছে এই পাভরি আদতে কি। আসলে ভাইরাল ভিডিওতে এক যুবতী বলতে চেয়েছেন এখানে পার্টি হচ্ছে। সেটা তিনি এমনভাবে বলেছেন, যে মনে হচ্ছে পাভরি শব্দটি উচ্চরণ করেছে। এমনকি তাঁর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয়ে যায়। পাভরি শব্দটি ঘিরে প্রচুর ট্রোল হয়। এমনকি তৈরি হয়েছে গানও।
ঠিক কী ঘটনা
জানা গিয়েছে, ওই যুবতীর নাম দাননি। পাকিস্তানের বাসিন্দা দাননি পেশায় কনটেন্ট এডিটর। ভ্যালেন্টাইন্স ডের দিন বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়েছিলেন তিনি। সেখানেই একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করেন। ভিডিওতে দাননি বলেন, এটা আমার গাড়ি, এটা আমি, আর এখানে পাভরি (পার্টি) হচ্ছে। মুহূর্তের মধ্যে সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। বিষয়টি নিয়ে একটি গানও বানিয়েছেন যশরাজ মুখাতে। তিনি মজার গান পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। বিষয়টি নিয়ে তিনি পাভরি গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেই গানটি প্রচুর লাইক ও শেয়ার হয়েছে।
আরও পড়ুন, মহিলাদের ছবিতে লাইক দিয়েছিল স্বামী, সেই যুবতীদের ছবি প্রিন্ট করে valentines গিফট স্ত্রীর
তবে আচমকা পার্টির জায়গায় কেন ওই যুবতী পাভরি শব্দ ব্যবহার করেছেন সেটা এখনও স্পষ্ট নয়। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে হাসিঠাট্টা। বেশ কিছু নেটিজেন মজার সুরে বলেছেন,মুখে সুপারি নিয়ে হয়তো ওই যুবতী এই ভিডিও করেছেন। আবার অনেকে ভিডিওটি নিয়ে মিম বানাচ্ছে। ভারতেও প্রচুর মিম তৈরি হয়েছে এই ভিডিওটি নিয়ে। দাননি ইনস্টা অ্যাকাউন্টে প্রায় কয়েক লাখ লোক দেখেছেন এই ভিডিওটি।
ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রচুর ফলোয়ারও বেড়ে গিয়েছে দাননির। এখন তিনি নিজেই নিজের ভিডিও নিয়ে মিম পোস্ট করছেন। ফলে বলা যায় যে একটি ভিডিওর জেরে রাতারাতি সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি হয়ে গিয়েছেন এই পাকিস্তানের যুবতী।