Advertisement

Snake in Train: ট্রেনে AC কামরায় সিটের ফাঁকে বিষধর সাপ, আতঙ্কে রাতজাগা মগধ এক্সপ্রেসের যাত্রীরা, ছবি VIRAL

উত্তরপ্রদেশের ইটাওয়া রেলস্টেশনে ট্রেনের সিটের নিচ থেকে সাপ বেরিয়ে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আসনের উপর উঠে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা। সাপ বের হওয়ার কারণে ট্রেন প্রায় ১৫ মিনিটের বেশি সময় ধরে স্টেশনেই দাঁড়িয়ে ছিল। বন দফতরের টিমকে খবর দেন রেলকর্মীরা। তাঁদের ডেকে এনে উদ্ধার অভিযান চালানো হয়। তবে তন্ন তন্ন করে খুঁজেও ট্রেনে কোথাও সাপটি পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী যদিও মোবাইলে সাপের ভিডিও রেকর্ড করেন। কেউ কেউ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলকে ট্যাগ করেছেন।

আসনের উপর উঠে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা।
Aajtak Bangla
  • মগধ,
  • 04 Oct 2023,
  • अपडेटेड 2:24 PM IST
  • মগধ এক্সপ্রেসের এসি কোচের সিটে সাপ। ইটাওয়া রেলস্টেশনে ট্রেন থামিয়ে চালানো হল উদ্ধার অভিযান।
  • উত্তরপ্রদেশের ইটাওয়া রেলস্টেশনে ট্রেনের সিটের নিচ থেকে সাপ বেরিয়ে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
  • বন দফতরের টিমকে খবর দেন রেলকর্মীরা। তাঁদের ডেকে এনে উদ্ধার অভিযান চালানো হয়। তবে তন্ন তন্ন করে খুঁজেও ট্রেনে কোথাও সাপটি পাওয়া যায়নি।

মগধ এক্সপ্রেসের এসি কোচের সিটে সাপ। ইটাওয়া রেলস্টেশনে ট্রেন থামিয়ে চালানো হল উদ্ধার অভিযান।

উত্তরপ্রদেশের ইটাওয়া রেলস্টেশনে ট্রেনের সিটের নিচ থেকে সাপ বেরিয়ে আসায় যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। আসনের উপর উঠে দাঁড়িয়ে পড়েন যাত্রীরা। সাপ বের হওয়ার কারণে ট্রেন প্রায় ১৫ মিনিটের বেশি সময় ধরে স্টেশনেই দাঁড়িয়ে ছিল। বন দফতরের টিমকে খবর দেন রেলকর্মীরা। তাঁদের ডেকে এনে উদ্ধার অভিযান চালানো হয়। তবে তন্ন তন্ন করে খুঁজেও ট্রেনে কোথাও সাপটি পাওয়া যায়নি। কয়েকজন যাত্রী যদিও মোবাইলে সাপের ভিডিও রেকর্ড করেন। কেউ কেউ ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রেলকে ট্যাগ করেছেন।

ঘটনাটি ঘটেছে ইটাওয়া রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা মগধ এক্সপ্রেসের বি 1 (এসি) কোচে। মঙ্গলবার রাতে কয়েকজন যাত্রী এই কোচে সাপ দেখতে পান। সঙ্গে সঙ্গে পুরো বগিতে হৈচৈ পড়ে যায়। যাত্রীরা তাঁদের আসন ছেড়ে তার উপর উঠে দাঁড়িয়ে পড়েন। রেল কর্তৃপক্ষকে সাপ দেখতে পাওয়ার কথা জানান।

ইটাওয়া রেলস্টেশনে ট্রেন থামিয়ে চালানো হল উদ্ধার অভিযান।

এই হইহট্টগোলের জেরে মগধ এক্সপ্রেস প্রায় ১৫ মিনিটেরও বেশি সময় ধরে স্টেশনেই দাঁড়িয়ে ছিল। ট্রেন থামিয়ে দেওয়া হয়। বন দফতরের টিমকে খবর দেওয়া হয়। কিন্তু বন দফতরের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও কোচের ভিতরে কোনও সাপ মেলেনি।

যাত্রীরা যদিও তাঁদের স্মার্টফোনে সাপের ভিডিও ও ছবি তুলে রেখেছিলেন। তাঁরা বলেন, কোচের মধ্যেই কোথাও সাপ লুকিয়ে আছে। এরপর মগধ এক্সপ্রেস ইটাওয়া রেলস্টেশন থেকে নয়াদিল্লি পাঠিয়ে দেওয়া হয়। আধিকারিকদের মতে, ট্রেন থেকে কোচটি আলাদা করে ফের তল্লাশি চালানো হবে।

নীরজ নামের এক যাত্রী জানান, সিটের ফাঁকে একটি সাপ লুকিয়ে ছিল। সেটিকে তাড়ানোর চেষ্টা করা হলে সেটি সিটের ভেতরের ফাঁক দিয়ে ঢুকে সেখানে আটকে যায়। রাত ১টা বেজে গিয়েছে তখন। এদিকে সাপের ভয়ে আমরা জেগে বসে আছি। 

Advertisement

বন্যপ্রাণী বিশেষজ্ঞ ও উদ্ধারকারী টিমের লিড সঞ্জীব কুমার বলেন, সিটের কাছে একটি গর্ত ছিল। সেখানে সাপ ঢুকেছে বলে মনে করা হচ্ছে। সিট খুললেই সাপটি বের করা যাবে। নয় তো ট্রেনের ভিতর থেকে এভাবে সাপ ধরাটা কঠিন। আমরা তন্ন তন্ন করে খুঁজেছি। রেলের আধিকারিকদের বলা হয়েছে, আপাতত বগি বন্ধ করে রাখতে। পরে তা খুলে তল্লাশি করা হবে।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement