Advertisement

Ranu Mondal : গান গাইতে গাইতে মাংস রান্না, রানু মণ্ডলের ভিডিও Viral

রানু মণ্ডল ওই ইউটিউবারকে বাড়িতে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। গান গেয়েও শোনান তাঁকে। একসময় রানু মণ্ডলকে রান্না করার কথা বলেন ওই ইউটিউবার। যা শুনে বেশ খুশিই হয়েছিলেন রানু। 

রান্না করলেন রানু মণ্ডলরান্না করলেন রানু মণ্ডল
Aajtak Bangla
  • দিল্লি,
  • 08 Nov 2021,
  • अपडेटेड 1:59 PM IST
  • রান্না করলেন রানু মণ্ডল
  • রাঁধলেন মুরগির মাংস
  • সোশ্যাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

রানু মণ্ডলকে (Ranu Mondal) মনে আছে তো? একটি ভাইরাল ভিডিও যাঁর জন্য খুলে দিয়েছিল বলিউডে (Bollywood) গান গাওয়ার দরজা। আবার তাঁর বিভিন্ন বক্তব্যও ভাইরাল হয়েছে অনেক সময়। এবার ভাইরাল রানু মণ্ডলের রান্না করার ভিডিও। বর্তমানে ইন্টারনেটে তাঁর সেই রান্না করার ভিডিও ভাইরাল হয়েছে। চলতি বছরের প্রথম দিকে সেই ভিডিওটি এক ইউটিউবার আপলোড করেন। রানু মণ্ডলের রানাঘাটের বাড়িতে গিয়ে ভিডিওটি শ্যুট করেছিলেন তিনি। 

রানু মণ্ডল ওই ইউটিউবারকে বাড়িতে স্বাগত জানান এবং তাঁর সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। গান গেয়েও শোনান তাঁকে। একসময় রানু মণ্ডলকে রান্না করার কথা বলেন ওই ইউটিউবার। যা শুনে বেশ খুশিই হয়েছিলেন রানু। 

ওই ইউটিউবারই বাজার থেকে রান্নার সামগ্রী নিয়ে আসেন। পাশাপাশি রানুকে উপহার দেওয়ার জন্য কিছু ক্রোকারিও কিনে আনেন তিনি। এরপর ওই ইউটিউবার (Youtubers) ও রানু মণ্ডল মিলে একসঙ্গে মুরগির মাংস রান্না করেন। রান্নার পর বেশ আনন্দের সঙ্গেই চিকেন খান রানু। এমনকী এই আয়োজনের জন্য ওই ইউটিউবারকে ধন্যবাদও জানান তিনি। 

আরও পড়ুন

এখনও পর্যন্ত ৫ লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা। 

 

Read more!
Advertisement
Advertisement