Advertisement

Rohtas Snake Bite: সাপের কামড় খেয়ে ৩টি বিষধর গোখরো নিয়ে হাসপাতালে হাজির যুবক, তারপর...

সাপে কামড়ানোর পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল বিহার। চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালেই নিয়ে হাজির হলেন তিনটি জীবন্ত কোবরা! ঘটনাটি বিহারের রোহতাস জেলার সাসারাম সদর হাসপাতালে।

Aajtak Bangla
  • দিল্লি,
  • 10 Jan 2026,
  • अपडेटेड 7:24 PM IST
  • সাপে কামড়ানোর পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল বিহার।
  • চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালেই নিয়ে হাজির হলেন তিনটি জীবন্ত কোবরা! ঘটনাটি বিহারের রোহতাস জেলার সাসারাম সদর হাসপাতালে।

সাপে কামড়ানোর পর এক অদ্ভুত ঘটনার সাক্ষী থাকল বিহার। চিকিৎসা নিতে গিয়ে হাসপাতালেই নিয়ে হাজির হলেন তিনটি জীবন্ত কোবরা! ঘটনাটি বিহারের রোহতাস জেলার সাসারাম সদর হাসপাতালে।

রাজপুর থানা এলাকার বাসিন্দা গৌতম কুমার পেশায় একজন অভিজ্ঞ সাপ ধরিয়ে। বহু বছর ধরেই তিনি গ্রাম ও আশপাশের এলাকায় ঢুকে পড়া বিষধর সাপ ধরে নিরাপদে জঙ্গলে ছেড়ে দেন। গত দু’-তিন দিনে তিনি তিনটি বড় কোবরা ধরেছিলেন এবং সেগুলিকে বস্তার মধ্যে রেখে জঙ্গলে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

ঘটনাটি ঘটে যখন গৌতম ওই বস্তা থেকে একটি সাপ বের করে ‘হাওয়া দেওয়ার’ চেষ্টা করছিলেন। সেই সময় একটি কোবরা আচমকা তাকে আক্রমণ করে এবং কামড় বসায়। বিষধর সাপের কামড়ে আতঙ্কিত হয়ে গৌতম আর দেরি না করে চিকিৎসার জন্য ছুটে যান সাসারাম সদর হাসপাতালে। কিন্তু অবাক করার বিষয়, যে বস্তায় তিনটি কোবরা ছিল, সেটিও তিনি সঙ্গে নিয়ে যান।

হাসপাতালের ট্রমা সেন্টারে পৌঁছে গৌতম যখন বস্তাটি খুলে ফেলেন, তখন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। প্রায় ৮ থেকে ১০ ফুট লম্বা তিনটি কোবরা দেখে রোগী, তাঁদের পরিজন এবং হাসপাতালের কর্মীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ কেউ ভয়ে ছুটোছুটি শুরু করেন, কিছুক্ষণের জন্য হাসপাতাল চত্বর কার্যত অচল হয়ে যায়।

তবে দ্রুত পরিস্থিতি সামাল দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। গৌতমের চিকিৎসা শুরু হয় সঙ্গে সঙ্গে। চিকিৎসকদের মতে, সময়মতো হাসপাতালে পৌঁছনোর ফলে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল এবং তিনি বিপন্মুক্ত। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এদিকে, হাসপাতাল প্রশাসনের উদ্যোগে তিনটি কোবরাকে বন দপ্তরের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করে সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, যাতে আর কারও কোনও ক্ষতি না হয়। এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

 

Read more!
Advertisement
Advertisement