Advertisement

নদীর জল শুকিয়ে যেতেই আস্ত গ্রাম, অবাক বিশ্ব

উত্তর-পশ্চিম স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে একটি রোমান গ্রামের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। লিমা নদীর জলস্তর কমে যাওয়ায় ওই ধ্বংসাবশেষ সামনে এসেছে। বিশেষজ্ঞদের দাবি, লিমা নদীর তীরে উদ্ধার হওয়া ওই ধ্বংসাবশেষ কোনও সামরিক ক্যাম্পের হতে পারে। সেটি সম্ভবত ৭৫ খ্রিস্টাব্দে প্রাচীন রোমানদের দ্বারা নির্মিত হয়েছিল। অর্থাৎ প্রায় ১,৯৪৭ বছর আগে।

উদ্ধার হওয়া গ্রামের ধ্বংসাবশেষ
Aajtak Bangla
  • দিল্লি,
  • 31 Aug 2022,
  • अपडेटेड 3:48 PM IST
  • নদীর জলস্তর নামতেই উদ্ধার গ্রাম
  • ইউরোপের স্পেনের ঘটনা
  • ছবি প্রকাশ্যে

স্পেনে উদ্ধার হল রোমান আমলের একটি গ্রামের ধ্বংসাবশেষ। একটি নদী শুকিয়ে যাওয়ার ফলে ওই ধ্বংসাবশেষ সামনে এসেছে। আসলে বর্তমানে স্পেনে ভীষণ গরম পড়েছে। ভয়াবহ খরার কবলে পড়েছে গোটা এলাকা। ফলে শুকিয়ে যাচ্ছে নদীনালা। আর তারফরেই প্রকাশ্যে এসেছে ওই গ্রামের ধ্বংসাবশেষ।

উত্তর-পশ্চিম স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে একটি রোমান গ্রামের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। লিমা নদীর জলস্তর কমে যাওয়ায় ওই ধ্বংসাবশেষ সামনে এসেছে। বিশেষজ্ঞদের দাবি, লিমা নদীর তীরে উদ্ধার হওয়া ওই ধ্বংসাবশেষ কোনও সামরিক ক্যাম্পের হতে পারে। সেটি সম্ভবত ৭৫ খ্রিস্টাব্দে প্রাচীন রোমানদের দ্বারা নির্মিত হয়েছিল। অর্থাৎ প্রায় ১,৯৪৭ বছর আগে।

মনে করা হচ্ছে যে নদী শুকিয়ে যাওয়ার ফলে উদ্ধার হওয়া ধ্বংসাবশেষ রোমান দুর্গ অ্যাকুইস কোয়েরকুয়েনিসের (Aquis Querquennis) অংশ। আনুমানিক ১৭৫ খ্রিস্টাব্দে ওই দুর্গটি জনশূন্য হয়ে যায়। তারও কয়েক বছর পর এই এলাকাটি বিলীন হয়ে যায় নদীতে। গত সপ্তাহে Faro de Vigo সংবাদপত্রের তরফে ওই এলাকার কিছু ড্রোন ফুটেজ নেওয়া হয়। তাতে গ্রামের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। ছবি দেখলে মনে হবে যেন গ্রামটি হাজার বছর ধরে ওখানে রয়েছে।

উদ্ধার হওয়া গ্রামের ধ্বংসাবশেষ

Atlas Obscura-র একটি প্রতিবেদন অনুসারে, অ্যাকুইস ফোর্টে প্রায় ৬০০ সৈন্য থাকার ব্যবস্থা ছিল। সেসবের জন্য আলাদা ব্যারাকও তৈরি করা হয়। এখানে একটি হাসপাতাল, একটি মন্দির এবং থার্মাল বাথও নির্মিত হয়েছিল।

European Drought Observatory-র মতে, ইউরোপের প্রায় তিন-চতুর্থাংশ বর্তমানে খরার সতর্কতায় রয়েছে। রোমও এর ব্যতিক্রম নয়। এর আগে খরার কারণে টাইবার নদীর জল অনেক নিচে নেমে যাওয়ায় নিরো ব্রিজটিও দৃশ্যমান হয়েছিল। এই সেতুটি রোমান শাসক নিরো তাঁর রাজত্বকালে ৫৪ থেকে ৬৮ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিলেন।

Advertisement

আরও পড়ুনপুরুষের এই ৫ স্বভাব থাকলে সহজেই প্রেমে পড়ে যান মেয়েরা, আপনার আছে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement