Advertisement

Shatarup Ghosh : ২২ লাখের গাড়ি বিতর্ক: 'দামড়া ছেলে' নিশানা কুণালের; 'শতরূপের এটা করা উচিত হয়নি', বললেন সৌরভ

সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি। একের পর এক পোস্টে ভরে উঠেছে ফেসবুক। বাম ও তৃণমূল কংগ্রেস দুই শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা একে অপরকে আক্রমণ করছেন।

কুণাল ঘোষ, সৌরভ পালোধি ও শতরূপ ঘোষ কুণাল ঘোষ, সৌরভ পালোধি ও শতরূপ ঘোষ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Mar 2023,
  • अपडेटेड 3:24 PM IST
  • সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি বিতর্ক
  • একের পর এক পোস্টে ভরে উঠেছে ফেসবুক

সোশ্যাল মিডিয়া জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ২২ লাখের গাড়ি বিতর্ক। একের পর এক পোস্টে ভরে উঠেছে ফেসবুক। বাম ও তৃণমূল কংগ্রেস দুই শিবিরের নেতা-কর্মী-সমর্থকরা একে অপরকে আক্রমণ করছেন। একজন কমিউনিস্টের যাপনে এত বিলাসিতা কেন ? প্রশ্ন তুলছেন ঘাসফুল শিবিরের অনেকেই। পাল্টা তৃণমূলের দুর্নীতি নিয়ে প্রশ্ন তুলছে CPIM। সোশ্যাল মিডিয়ায় এই দাপাদাপির মধ্যেই শতরূপের সেই গাড়ি নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা-পরিচালক সৌরভ পালোধি। 

নাট্যকার, অভিনেতা সৌরভ পালোধি বামপন্থীদের সমর্থক। বিভিন্ন ইস্যুতে বামেদের সমর্থনে তাঁকে কথা বলতে দেখা যায়। 'হট টপিক'  শতরূপের গাড়ি নিয়েও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। তবে সেই ভিডিও পোস্টের ক্যাপশন দেখে আপাতদৃষ্টিতে মনে হতে পারে সৌরভ শতরূপের বিরোধিতা করছেন। তবে সম্পূর্ণ পোস্ট দেখলেই ভুল ভাঙবে। 

ভিডিওতে সৌরভ কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে। সৌরভ বলেন, 'CPIM নেতা শতরূপের অত দামের গাড়ি চড়ার অধিকার আছে কি না সেটা বামেদের ঠিক করতে দিন। কুণাল ঘোষ, আপনি দলের চোরেদের সামলান। তৃণমূল চাকরি নিয়ে দুর্নীতি করেছে। এটা ইস্যু হোক। শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলার জন্য এসব বলে লাভ নেই।' 

আরও পড়ুন

তবে সৌরভ পালোধি শতরূপের পাশে দাঁড়ালেও বিরুদ্ধ মতও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। 'সর্বহারাদের পার্টি CPIM নেতার এমন বিলাসিতা কেন?', প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার কেউ কেউ লিখেছেন, 'শতরূপ বিভিন্ন সময় বুদ্ধদেব ভট্টাচার্যের উদাহরণ টানেন। তাঁর অনাড়ম্বর জীবন যাপনের প্রসঙ্গ তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন। সেই শতরূপের এত দামী গাড়ি কেন?' 

কুণালের পোস্ট

এদিকে মঙ্গলবার গাড়ি-বিতর্কে আরও একটি পোস্ট করেন কুণাল ঘোষ। তিনি লেখেন, 'গাড়ি বিতর্কে সারাদিনের অভিজ্ঞতা-
1) বাম শিবির থেকে দারুণ সাড়া। এঁরা একমত, সিপিএমের হোলটাইমারের 22 লাখি গাড়ি কেনা দৃষ্টিকটূ, অনুচিত। এসব করেই পার্টি লাটে উঠছে। বাবার টাকায় ফুটানি মেরে কমিউনিস্ট সাজা যায় না।
2) অনেকেই বললেন বাঙালি মূল্যবোধ। দামড়া ছেলে বাপের টাকায় নিজের নামে 22 লাখি গাড়ি কিনে চড়বে, এটা হাস্যকর। বাবা যতদিন আছেন, তাঁর টাকায় তাঁর নামেই থাকত। কী অসুবিধে?
3) অনেকে বললেন 22 লাখি গাড়ির ব্যাখ্যা দিতে গিয়ে যেভাবে আমার বাবাকে টেনেছে ওই ছোকরা, সেটা ভালো। ওর পারিবারিক সংস্কৃতি বেশি লোক জানল। অন্যদের যা তা বলতে ভালো লাগে, নিজেকে কোনো জবাব দিতে গেলেই চরিত্র প্রকাশ।
4) গুটিকতক লোক আমাকে আক্রমণ করে নাচল, পোস্ট করল। এইসব গরু ছাগল আমার বিনোদন। এগুলো থাকুক।
5) সিপিএমের পরের পর হোলটাইমার, পরিচিত সক্রিয় কমরেড জানালেন তাঁরা চান এনিয়ে বিতর্ক চলুক। তাতে যদি উঠতি ফুটানিবাজ নেতাদের 22 লাখি কালচার বন্ধ হয়।' 

Advertisement
সোশ্যাল মিডিয়ায় ঘুরছে এমন নানা পোস্ট

প্রসঙ্গত, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ সিপিআইএম নেতা শতরূপ ঘোষের ২২ লক্ষ টাকার গাড়ি নিয়ে প্রশ্ন করেছিলেন। তারওই প্রেক্ষিতে ওই কথাগুলো বলে শতরূপ। কুণাল ঘোষ ফেসবুকে লিখেছিলেন, ‘এই কি আমাদের পরিচিত শতরূপ? ২০২১ সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ ২ লক্ষ টাকা। এখন, ২০২৩ সালে শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে দাম ও আনুষঙ্গিক খরচ প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে। গাড়ির নম্বর WB06Y2230। গাড়ি শতরূপের নামে। এককালীন পেমেন্ট করেছেন ক্রেতা।' 

তারপরই সাংবাদির বৈঠক করে গাড়ি কেনার নথি দেখান শতরূপ। তিনি জানান, গাড়ি কেনা হয়েছে তাঁর নামে। কিন্তু ওই গাড়ির দাম দিয়েছেন তাঁর বাবা শিবনাথ ঘোষ।  সাংবাদিকদের সামনে খরচের রসিদ দেখিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব প্রকাশ করেছেন সিপিএম নেতা। 

Read more!
Advertisement
Advertisement