Advertisement

Viral Video: মারাঠি বলুন বা মুম্বই ছাড়ুন,' কলকাতা-মুম্বই ফ্লাইটে ইউটিউবারকে হুমকি, VIRAL VIDEO

ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে ভাষা দ্বন্দ্ব কিছুতেই কাটছে না। আবার তারই প্রমাণ মিলল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। অভিযোগ, কলকাতা থেকে মুম্বইগামী ফ্লাইটে এক ইউটিউবারকে 'মারাঠি বলুন বা মুম্বই ছেড়ে দিন' বলে হুমকি দেন এক মহিলা। ঘটনাটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI676 এ ঘটেছে বলেই খবর।

ভাইরাল ভিডিওভাইরাল ভিডিও
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 Oct 2025,
  • अपडेटेड 1:38 PM IST
  • মারাঠি বলুন বা মুম্বাই ছেড়ে দিন
  • লা। ঘটনাটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI676 এ ঘটেছে বলেই খবর
  • এই ঘটনাটি যাঁর সঙ্গে ঘটে তাঁর নাম মাহি খান

ভারতের বিভিন্ন প্রদেশের মধ্যে ভাষা দ্বন্দ্ব কিছুতেই কাটছে না। আবার তারই প্রমাণ মিলল এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে। অভিযোগ, কলকাতা থেকে মুম্বইগামী ফ্লাইটে এক ইউটিউবারকে 'মারাঠি বলুন বা মুম্বই ছেড়ে দিন' বলে হুমকি দেন এক মহিলা। ঘটনাটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট AI676 এ ঘটেছে বলেই খবর।

এই ঘটনাটি যাঁর সঙ্গে ঘটে তাঁর নাম মাহি খান। তিনি একজন ইউটিউবার। আর তাঁর সঙ্গে এক মহিলা ফ্লাইটে মারাঠি না জানা নিয়ে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। আর এই গোটা ঘটনার ভিডিয়ো নিজের ইনস্টগ্রামে আপলোড করেছেন মাহি খান।

সেই ভিডিওতে দেখা যায়, ফ্লাইটে ইউটিউবার এবং একজন মহিলা যাত্রীর মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে।

দেখুন সেই ভিডিও

 

তিনি এই ভিডিও শেয়ার করে জানান, তিনি মারাঠি বুঝি না বলায় চটে যান এক মহিলা। সেই মহিলা তাঁকে হুমকি দেন, 'আপনার মারাঠি জানা উচিত' বলে।

মাহি লেখেন, 'হ্যাঁ, এটাই ঘটেছে, ২০২৫ সালে, যে দেশে গর্ব করে বলে বৈচিত্রের মধ্যে ঐক্য, সেখানেই এই ঘটনা ঘটেছে।'

কী হয়েছিল?

ওই ব্যক্তি বলেন, 'আমি মারাঠি জানেন না বলে মহিলাকে জানাই। তখন রেগে যান সেই মহিলা। তিনি 16A সিটে বসে দাবি করলেন মারাঠিতে কথা বলতে হবে। কারণ তিনি মুম্বই যাচ্ছেন। যখন আমি শান্তভাবে বলি, কেয়া বাদতামেজি হ্যায় ইয়ে। তখন তিনি বলেন, আমি তোমাকে দেখাবো বাদতামেজি।'

আমি সব রেকর্ড করেছি

আর এই গোটা ঘটনা রেকর্ড করে নেন সেই ব্যক্তি। তিনি মনে করেন, এমন মানসিকতা বিপজ্জনক। আর এটা স্বাভাবিক হয়ে উঠছে। তাঁর কথায়, 'আপনি একটি ভাষা বলার জন্য জোর করতে পারেন না। আপনি ধমক দিতে পারেন না।'

তারপর এয়ার ইন্ডিয়ার কাছে সাহায্য চান মাহি। তিনি লেখেন, '@airindia অনুগ্রহ করে এই ধরনের মানুষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। এই মানুষদের নিষিদ্ধ করা উচিত। একটি ভিন্ন ভাষায় কথা বলার জন্য কোনও যাত্রীকে নিরাপদ বা অপমানিত বোধ করানো উচিত নয়।...'

Advertisement

আর বর্তমানে এই নিয়েই তোলপাড় নেট দুনিয়া। এখন দেখা যাক, এয়ার ইন্ডিয়া ওই যাত্রীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।

Read more!
Advertisement
Advertisement