Advertisement

Baby Calf Viral Video: রাস্তা থেকে অ্যাপার্টমেন্ট, বিলাসবহুল জীবন বাছুরের, VIRAL

Viral Video: মিস্টার অ্যালেক্স নামের সেই বাছুর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বয়স মাত্র তিনমাস। তবে বাকি বাছুরদের মতো অ্যালেক্স কিন্তু রাস্তায় একেবারে থাকে না, বরং সে থাকে চেন্নাইয়ের বিলাসবহুল আবাসনের ২৮ তলায়।

২৮ তলায় থাকে এই বাছুর২৮ তলায় থাকে এই বাছুর
Aajtak Bangla
  • দিল্লি,
  • 23 Aug 2025,
  • अपडेटेड 4:00 PM IST
  • মিস্টার অ্যালেক্স নামের সেই বাছুর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল।

কুকর-বেড়াল, পাখি অথবা খরগোস পোষা এখন সাধারণ বিষয় হয়ে গিয়েছে। দেশের প্রায় অধিকাংশ বাড়িতেই পোষা কুকুর-বেড়াল দেখা যায়। সম্প্রতি দিল্লি ও এনআরসি থেকে রাস্তার কুকুরদের সরিয়ে ফেলার সুপ্রিম নির্দেশের বিরুদ্ধে পথে নেমেছিলেন পশুপ্রেমীরা। আর এরই মাঝে বাড়িতে বাছুর পুষে মানবিকতার নজির গড়লেন এই মহিলা। সেই বাছুরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন রীতিমতো ভাইরাল। 

মিস্টার অ্যালেক্স নামের সেই বাছুর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। বয়স মাত্র তিনমাস। তবে বাকি বাছুরদের মতো অ্যালেক্স কিন্তু রাস্তায় একেবারে থাকে না, বরং সে থাকে চেন্নাইয়ের বিলাসবহুল আবাসনের ২৮ তলায়। অ্যালেক্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় নেয়নি। তিনমাসের ছোট্ট বাছুরকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন নেট নাগরিকেরা। যে বাছুরকে এক মাস বয়সে রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকতে দেখা গিয়েছিল, তাকেই নিজের বাড়িতে তুলে আনেন চেন্নাইয়ের স্থপতি ও ডিজাইনার থেজস্বিনী এস আরঙ্গন। ভালবাসা, স্নেহ আর যত্নে গড়ে তোলেন এক অন্যরকম সংসার।

আহত বাছুরের পা থেকে রক্ত বেরোচ্ছিল আর পিঠও ফুলে গেছিল। তেজস্বিনী তাকে তড়িঘড়ি বাড়ি নিয়ে এসে চিকিৎসা করান। তেজস্বিনী জানিয়েছেন যে অ্যালেক্স তাঁর জন্য খুবই বিশেষ। বাকি বাছুররা খুব দুষ্টু আর জেদি হয়, কিন্তু অ্যালেক্স খুবই শান্ত প্রকৃতির। এখন অ্যালেক্স তার বারান্দা থেকে বঙ্গোপসাগরের ঢেউ আর বাকিংহাম খাল দেখতে পছন্দ করে। অ্যালেক্স যে বাড়িতে রয়েছে সেখানে কিছু কুকুরও আছে, যারা এখন তার বন্ধু এবং একসঙ্গেই তাদের খাবার খায়। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, অ্যালেক্স যেন চেন্নাইয়ের রাজা! চোখের সামনে সমুদ্র, হাওয়ায় দুলছে ব্যালকনির গাছপালা, পেছনে ফিটনেস জিম আর সুইমিং পুল—সবমিলিয়ে হাইটেক হাইরাইজে একেবারে ‘হ্যান্ডসাম’ জীবন।

নেটিজেনদের আদর-ভালোবাসা বেশ উপোভোগ করছে অ্যালক্স। তবে চিন্তাও আছে। এক নেটিজেন প্রশ্ন তুলেছেন, বাছুর তো বড় হবে। তখন কি সে ফ্ল্যাটে মানাবে? লিফটে তুলবেন কীভাবে? তেজস্বিনী অবশ্য এইসব ভাবছেন না একেবারেই।  এখন তাঁর কাছে সবচেয়ে জরুরি, অ্যালেক্স যেন ভাল থাকে, আদরে বড় হয়, আর সেই ছোট ছোট মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়ে সবাইকেও সেই ভালবাসার অংশীদার করে তোলা।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement