Advertisement

Bihar Tourists Litter Darjeeling: রাস্তায় ডায়পার ফেলল বিহারের পর্যটক, উচিত শিক্ষা দিল দার্জিলিঙের যুবক

এক ব্যক্তি গাড়ি থেকে ভেজা ডায়পার ফেললেন রাস্তার ধারে। আর সেটা দেখেই চটে গেলেন দার্জিলিঙের যুবক। তিনি সরাসরি গাড়িতে বসা বিহারের ব্যক্তিটিকে ওই ডায়পার তুলে নিতে বললেন। এমনকী তারা যাতে এখানে এসে ঠিক ঠাক আচরণ করেন, সেটারও দিলেন পরামর্শ।

Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 06 Oct 2025,
  • अपडेटेड 6:26 PM IST
  • এক ব্যক্তি গাড়ি থেকে ভেজা ডায়পার ফেললেন রাস্তার ধারে
  • সেটা দেখেই চটে গেলেন দার্জিলিঙের যুবক
  • গাড়িতে বসা বিহারের ব্যক্তিটিকে ওই ডায়পার তুলে নিতে বললেন

এক ব্যক্তি গাড়ি থেকে ভেজা ডায়পার ফেলল রাস্তার ধারে। আর সেটা দেখেই চটে গেলেন দার্জিলিঙের যুবক। তিনি গাড়িতে বসা বিহারের ব্যক্তিটিকে ওই ডায়পার তুলে নিতে বললেন। এমনকী তারা যাতে এখানে এসে ঠিক ঠাক আচরণ করেন, সেটারও দিলেন পরামর্শ।

যতদূর খবর, বিহারের কয়েকজন গাড়ি নিয়ে ঘুরছিলেন দার্জিলিঙে। সেখানে তারা একটি দর্শনীয় স্থানে গিয়ে দাঁড়ান। তার পর সুযোগ বুঝে গাড়ি থেকে বাইরে ফেলে দেন ভেজা ডায়পার। এমন সময়ই সেখান থেকে যাচ্ছিলেন এক যুবক। তিনি পর্যটকদের এহেন ভুল কাজ দেখে ফেলেন। তার পর তিনি সিদ্ধান্ত নেন পর্যটকদের উচিত শিক্ষা দেওয়ার।

এমন সময় তিনি এগিয়ে গিয়ে গাড়ির ড্রাইভারের সিটে বসা ব্যক্তিকে বলেন, 'আপনারা একটা ডায়পার ফেলেছেন। এটা তুলে নিন।'

এই কথা শুনে অবশ্য পাল্টা তর্ক জুড়ে দেন গাড়িতে বসা ব্যক্তি। তিনি বলেন, 'এই জায়গাটা এমনিতেই নোংরা।'

তবে সেই কথাটা শুনতে চাননি সেই ব্যক্তি। তিনি বলেন, 'ওটা ছাড়ুন। আমরা এই জায়গাটা খুবই পরিষ্কার রাখি। তাই ডায়পারটা তুলে নিন।' এর পর গাড়ি দাঁড় করিয়ে ট্যুরিস্টরা সেই ডায়পার তুলে নেন। 

বিহারের বাসিন্দা
এই তর্কবিতর্ক চলার সময়ই দার্জিলিঙের সেই ব্যক্তি পর্যটকরা কোথা থেকে এসেছেন, সেটা জানতে চান। তার পর তিনি পর্যটকদের গাড়ির নম্বর প্লেটে তাকান। সেটা দেখেই তিনি বুঝে যান যে গাড়িটা বিহারের। 

এর পর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। গাড়িতে থাকা মানুষটি জানান, 'এগিয়ে যাও, পোস্ট করে দাও ভিডিয়ো।'

এর উত্তরে সেই ব্যক্তি বলেন, 'দেখুন, এমনই হল বিহারের মানুষ। এনাদের উচিত বাচ্চার ডায়পার ডাস্টবিনে ফেলার। তবে তারা সেটা এখানে ফেলে নোংরা করছে।'

এই ভিডিয়োটি রেডিটে পোস্ট করা হয়েছে। পোস্ট করেছে r/IndianCivicFails পেজটি। 

জ্বলছে সোশ্যাল মিডিয়া
এই ভিডিয়ো দেখে স্বভাবতই রেগে গিয়েছে সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীদের একাংশ। তাদের মতে, এটা খুবই খারাপ আচরণ। এই ধরনের আচরণ মেনে নেওয়া যায় না। কীভাবে তিনি আবার এই ধরনের তর্ক জুড়ে দিতে পারেন। 

Advertisement

ও দিকে অনেকেই দার্জিলিঙের সেই ব্যক্তির প্রশংসা করেন। তিনি যে সঠিক পথেই রয়েছেন, সেটাই জানান তারা। 

তবে এই ভিডিয়ো দেখে একটা জিনিস পরিষ্কার যে এখনও আমাদের অনেকের মধ্যেই সিভিক সেন্স জন্মায়নি। তাই তো এভাবে যেখানে খুশি আবর্জনা ফেলতে পারছি আমরা।

 

Read more!
Advertisement
Advertisement