Advertisement

সংস্কৃতে লেখা প্রাচীন গণিতশাস্ত্রের বইটিই পড়তেন নোবেলজয়ী অমর্ত্য সেন, হতবাক নেট-নাগরিকরা

নোবেল কমিটি তাদের ইনস্টাগ্রাম পেজে সেই বইয়ের ছবিটি পোস্ট করে বলে, "এই দেখুন অর্মত্য সেনের অঙ্কের বই। আপনারা কেউ পড়তে পারছেন সেখানে কী লেখা রয়েছে?"

অমর্ত্য সেনের অঙ্কের বই, তাও সংস্কৃতে! অবাক নেটদুনিয়া। ফোটো- নোবেলপ্রাইজ অর্গানাইজেশন
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Oct 2020,
  • अपडेटेड 10:33 PM IST
  • ছোটবেলায় প্রাচীন গণিতশাস্ত্রের বই সমাধান করতেন অমর্ত্য সেন
  • সম্প্রতি সেই বইয়ের ছবি দেয় নোবেল প্রাইজ কমিটি
  • তা দেখে হতবাক নেটদুনিয়া

অর্থনীতিতে নোবেলজয়ী বাঙালি অমর্ত্য সেনকে নিয়ে বাঙালির গর্বের শেষ নেই। অর্থনীতিতে অন্যতম বিষয়ই হল অঙ্ক। যা দেখলে ছাত্রছাত্রীরা একটু ভীতির চাহনি দেন সেখানে ছোটবেলায় এই প্রাচীন গণিতশাস্ত্রের বইটিই সমাধান করতেন অমর্ত্য সেন, এমনটাই জানায় নোবেল প্রাইজ কমিটি। 

নোবেল প্রাইজ কমিটির যে অফিসিয়াল সাইট রয়েছে সেখানে বিশ্বসেরা এই পুরস্কার প্রাপকের অজানা বহু কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেয় কমিটি। সেখানেই অমর্ত্য সেনের স্কুল জীবনের এই তথ্যটি ছবি সমেত প্রকাশ্যে আনে কমিটি। ছবিতে দেখা যাচ্ছে ১১৫০ সালে লেখা বৈদিক যুগের গণিতজ্ঞ এবং মহাকাশবিজ্ঞানী ভাস্করাচার্যের লেখা 'লীলাবতী' নামক বইটি থেকে অঙ্কের সমাধান সূত্র বের করতেন নোবেলজয়ী। 

সেখানে বলা হয়েছে, "অঙ্ক সর্বক্ষেত্রেই প্রয়োজন হয়। আর অর্থনীতিতে তো বিশেষ করে। অর্মত্য সেন একেবারে গ্রাউন্ড লেভেলের যে বিষয়টি নিয়ে কাজ করে নোবেল পদক পেয়েছেন সেখানেও গণিতের কাজ ছিল। উনি যখন স্কুলে পড়তেন তখন এই বইটি পড়তেন৷ বইটি সংস্কৃততে লেখা। উনি যখন বেড়ে উঠছেন তখন পশ্চিমবঙ্গে এই ভাষার আধিক্য ছিল না।"

নোবেল কমিটি তাদের ইনস্টাগ্রাম পেজে সেই বইয়ের ছবিটি পোস্ট করে বলে, "এই দেখুন অর্মত্য সেনের অঙ্কের বই। আপনারা কেউ পড়তে পারছেন সেখানে কী লেখা রয়েছে?" এর পরই কমেন্ট, শেয়ারে ভেসে যায় সোশাল দুনিয়া। নোবেল জয়ীর কীর্তিতে মুগ্ধ হয়েছে নেটিজেনরা।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement