Advertisement

Viral Karwa Chauth: স্বামীর মঙ্গলকামনায় দুই স্ত্রী, ভাইরাল ত্রিকোণ-দাম্পত্য

স্বামীর মঙ্গলকামনা, দীর্ঘায়ুর জন্য ব্রত রেখে করবা চৌথ করেন স্ত্রীয়েরা। মূলত পঞ্জাবে এই  গতকাল, ১০ অক্টোবর ছিল এবছরের করবা চৌথ। স্বামী-স্ত্রীয়ের ভালোবাসা ও ভক্তির ছবি দেখা গেলেও, আগ্রার 'তাজ শহর' থেকে এল দুই স্ত্রীয়ের পতিভক্তির ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

এক স্বামীর জন্য করবা চৌথের ব্রত রাখলেন দুই স্ত্রীএক স্বামীর জন্য করবা চৌথের ব্রত রাখলেন দুই স্ত্রী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Oct 2025,
  • अपडेटेड 6:02 PM IST

স্বামীর মঙ্গলকামনা, দীর্ঘায়ুর জন্য ব্রত রেখে করবা চৌথ করেন স্ত্রীয়েরা। মূলত পঞ্জাবে এই  গতকাল, ১০ অক্টোবর ছিল এবছরের করবা চৌথ। স্বামী-স্ত্রীয়ের ভালোবাসা ও ভক্তির ছবি দেখা গেলেও, আগ্রার 'তাজ শহর' থেকে এল দুই স্ত্রীয়ের পতিভক্তির ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। 

এই মজাদার ঘটনাটি ঘটেছে আগ্রার ইতমাদৌলা এলাকার নাগলা বিহারীতে। এখানকার বাসিন্দা রামবাবু নিষাদের দুই স্ত্রী, শীলা ও মান্নু দেবী। দু'জনে রামবাবু নিষাদের সঙ্গে একসঙ্গে থাকেন। ভিডিওতে, শীলা এবং মান্নু দেবীকে একসঙ্গে করবা চৌথ করতে দেখা যায়। এরপর স্বামী রামবাবুর হাত থেকে জল খাইয়ে উপোস ভাঙাতে দেখা যায়। 

সিনেমার মতো গল্প 
এই অনন্য পরিবারের গল্পটিও কম আকর্ষণীয় নয়। রামবাবুর প্রথম বিয়ে হয়েছিল শীলা দেবীর সঙ্গে প্রায় ১০ বছর আগে। তাদের সন্তানও ছিল। কিছুদিন পর, রামবাবু মান্নু দেবীর প্রেমে পড়ে যান। 

বাড়িতে যখন এই কথা জানাজানি হয়ে যায়, তখন পরিবারের মধ্যে কলহ সৃষ্টি না করে দ্বিতীয় স্ত্রী নিয়ে আসেন। রামবাবুর প্রথম স্ত্রী শীলার এই সম্পর্কে কোনও আপত্তি ছিল না। রামবাবু একটি মন্দিরে মান্নু দেবীকে বিয়ে করেন। রামবাবু নিষাদ বলেন, "যেখানে ভালোবাসা থাকে, সেখানে দ্বন্দ্বের কোনও জায়গা থাকে না।"
 

Read more!
Advertisement
Advertisement