Advertisement

Viral : ইডলি নাকি বড়া পাও? খাবার দেখে আবার নেটিজেনরা

সাহিল নামে এক ইউজার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ২টি ভাজা ইডলি। তার মধ্যে রয়েছে লাল রঙের মশলা দেওয়া আলুর পুর। ছবিটি ট্যুইটারে পোস্ট করেন সাহিল।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিসোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Oct 2021,
  • अपडेटेड 3:38 PM IST
  • একজোড়া ইডলির মাঝে মশলা
  • পরিবেশন করা হয়েছে চাটনি-পনিয়রমের সঙ্গে
  • ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

আপনি কি খাদ্যরসিক? নিত্যনতুন খাবার খেতে ভালবাসেন? নতুন নতুন খাবার খোঁজেন? তাহলে এই প্রতিবেদনে আপনি পেতে চলেছেন নতুন এক খাবারের খোঁজ। যার ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরালও (Viral) হয়েছে। 

সাহিল নামে এক ইউজার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে ২টি ভাজা ইডলি। তার মধ্যে রয়েছে লাল রঙের মশলা দেওয়া আলুর পুর। ছবিটি ট্যুইটারে পোস্ট করেন সাহিল। 

মূলত ইডলি (Idli) হল দক্ষিণ ভারতের একটি খাবার, যা সাধারণত চাটনি ও সম্বর দিয়ে খাওয়া হয়। আর বড়া পাও (Vada Pav) হল মহারাষ্ট্রের একটি জনপ্রিয় ফাস্টফুট। 

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি

এখানে এই দুই খাবারের একটি মিশ্রণ দেখা যাচ্ছে। তবে পাও-এর পরিবর্তে সেখানে ইডলি ব্যবহার করা হয়েছে। তারপর চাটনি ও পনিয়রমের সঙ্গে সেটিকে পরিবেশন করা হয়েছে। 

ছবিটি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। ছবিটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন নেটিজেনরা। কেউ কেউ নতুন এই খাবার দেখে রীতিমতো অবাক হয়েছেন। কেউ কেউ আবার মনে করছেন খাবারটি বেশ সুস্বাদু ও মুখরোচক হবে। 

 

Read more!
Advertisement
Advertisement