আট থেকে আশি সকলেই ফুচকা খেতে ভালোবাসেন। এটা এমনই এক খাবার যার লোভ সামলানো মুশকিল। আর ফুচকা খাওয়ার শেষে ফাউ পাওয়ার আনন্দটাই আলাদা। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই ফুচকা পরিচিত হরেক নামে। গোলগাপ্পা, পানিপুরি, ফুচকা ইত্যাদি। সম্প্রতি নাগপুরের এক ফুচকা বিক্রেতা তাঁর ক্রেতাদের জন্য এনেছেন দারুণ এক অফার, এই অফারে সেই ক্রেতা সারাজীবন বিনামূল্যে ফুচকা খেতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
একেই বলে মার্কেটিংয়ের নয়া হাতিয়ার। নাগপুরের ওই ফুচকা বিক্রেতা ফুচকা প্রেমীদের কাছে প্রস্তাব দিয়েছেন একবারে ১৫১টি ফুচকা খেতে পারলে তিনি নগদ ২১ হাজার টাকা দেবেন এবং ৯৯ হাজার টাকা দিলে সারাজীবন বিনামূল্যে ফুচকা খেতে পারবেন। শুধু তাই নয়, একবারে ৪০টা ফুচকা খাওয়ারও প্রস্তাব আছে মাত্র ১ টাকায়। ইতিমধ্যেই ফুচকা বিক্রেতার এইসব লোভনীয় প্রস্তাব দুজন গ্রহণ করে নিয়েছেন। আসলে ফুচকা প্রেমীদের সংখ্যা নেহাত কম নয়। ফুচকা বিক্রেতা বিজয় মেওয়ালাল গুপ্ত জানান যে তিনি তাঁর গ্রাহকদের মুদ্রাস্ফীতি থেকে বাঁচাতে এবং তাঁর ব্যবসা বৃদ্ধি করতে চান শুধু।
এএনআইকে বিজয় মেওয়ালাল বলেন, 'ইতিমধ্যেই দুজন ৯৯ হাজার টাকার সারাজূবন বিনামূল্যে ফুচকা খাওয়ার সাবস্ক্রিপশন কিনে নিয়েছেন। আমাদের কাছে একদিন থেকে সারাজীবনের ফুচকা খাওয়ার প্ল্যান রয়েছে। এই ছাড়গুলি আমাকে বিখ্যাত করে তুলেছে এবং আরও বেশি গ্রাহক এনেছে।' তিনি আরও বলেন, 'আমাদের কাছে ১ টাকা থেকে ৯৯,০০০ টাকা পর্যন্ত অফার রয়েছে। সমাজের সকল স্তরের মানুষের জন্য আমাদের কাছে অফার রয়েছে। ১ টাকার অফারটিকে বলা হয় মহাকুম্ভ অফার। এই অফারে, যদি কোনও গ্রাহক ৪০টি ফুচকা খান তবে তিনি আমাদের মাত্র ১ টাকা দেবেন।' তিনি আরও বলেন, 'আমাদের একটি লাডলি বহেন যোজনা অফারও রয়েছে। এতে গ্রাহকরা ৬০ টাকায় যতখুশি ফুচকা পাবেন।'
বিজয় মেওয়ালালের এই অফারে গ্রাহকরাও খুব খুশি। এখানে এসে তাঁরা নিজেদের ইচ্ছেমতো যত পারেন ফুচকা খান। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তে সকলেই ফুচকাওয়ালার এই ব্যবসায়িক কৌশলকে কুর্নিশ জানিয়েছেন। যাইহোক, ফুচকা খেতে তো সকলেরই ভালো লাগে আর সেই ভালোবাসার টানে কেউ ৬০ টাকায় অপরিমীত ফুচকা পাচ্ছেন আবার কেউ সারা জীবনের জন্য ফুচকা খাবেন বলে ৯৯ হাজার টাকার অফার কিনছেন।