Advertisement

'মানিকে মাগে হিতে' হল 'মা-মাটি-মানুষ হিতে,' মমতার জন্য বাবা-মেয়ে জুটির গান ভাইরাল

সামনেই ভাবনীপুরের উপনির্বাচন। তাই নিয়ে প্রচারে ব্যস্ত তৃণমূল শিবির। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে ময়দানে নেমেছেন। ভোটের উত্তাপ যখন বাড়ছে তখনি তৃণমূলের তরফে, বাংলার গর্ব মমতা পেজে একটি গান শেয়ার করা হয়েছে। যেখানে ‘মানিকে-মাগে-হিতে’র সুরে ‘মা-মাটি-মানুষ হিতে’গানটি গাওয়া হয়েছে।

সিংহিল সুরে এবার ‘মা-মাটি-মানুষ হিতে' সিংহিল সুরে এবার ‘মা-মাটি-মানুষ হিতে'
সূর্যাগ্নি রায়
  • কলকাতা,
  • 23 Sep 2021,
  • अपडेटेड 2:17 PM IST
  • সিংহিল সুরে এবার ‘মা-মাটি-মানুষ হিতে'
  • উপনির্বাচনের আগেই ভাইরাল গান
  • মমতার জন্য গাইলেন মেদিনীপুরের বাবা-মেয়ে জুটি

গত কয়েকদিন হল সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দিয়েছে ‘মানিকে মাগে হিতে’ (manike mage hithe)। সিংহলী ভাষার এই গান শ্রীলঙ্কার গণ্ডি পেরিয়ে আজ আসমুদ্র-হিমাচলকে মাতাচ্ছে। এই একটি গান গেয়েই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছেন শ্রীলঙ্কান সংগীতশিল্পী ইয়োহানি। গানের সুরে বলিউড তারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে মাধুরী দীক্ষিত সকলেই মজেছেন। সিংহলি ভাষায় গাওয়া এই গানের ভিউয়ার সংখ্যা ১০০ মিলিয়ন পার করে গেছে। সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে ইয়োহানির জনপ্রিয়তা। এবার তাই প্রতিবেশী ভারতে কনসার্ট করতে আসছেন তিনি। আর এসবের মাঝে এবার মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসেও গেল বিখ্যাত এই সিংহলি গানের ছটা।

 

আরও পড়ুন

সামনেই ভাবনীপুরের উপনির্বাচন। তাই নিয়ে প্রচারে ব্যস্ত তৃণমূল শিবির। প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ও নিজে ময়দানে নেমেছেন। ভোটের উত্তাপ যখন বাড়ছে তখনি তৃণমূলের তরফে, বাংলার গর্ব মমতা পেজে একটি গান শেয়ার করা হয়েছে। যেখানে ‘মানিকে-মাগে-হিতে’র সুরে ‘মা-মাটি-মানুষ হিতে’গানটি গাওয়া হয়েছে।

 

জানা যাচ্ছে মেদিনীপুরের বাবা ও মেয়ে জুটি  রাজেশ চক্রবর্তী ও অপরাজিতা গানটি  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করেছেন। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় এই গান আপলোড করেছিলেন তাঁরা। তারপরেই সারা বাংলা জুড়ে চরম ভাইরাল হয়েছে ‘মা-মাটি-মানুষ হিতে’। মুখ্যমন্ত্রীর নিজের কাজ দিয়ে নজির গড়েছেন। তাই তাঁকে উৎসর্গ করেই এই গান বলে জানাচ্ছেন সমাজকর্মী  রাজেশবাবু ও তাঁর কন্যা  অপরাজিতা।

 

Read more!
Advertisement
Advertisement