Advertisement

তাজ হোটেলে বাবু হয়ে বসে ডিনার যুবতীর, রেস্তোরাঁ কর্তৃপক্ষ কী করল জানেন? VIDEO VIRAL

তাজ হোটেলের একটি ফাইন ডাইনিং রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন এক মহিলা। তিনি চেয়ারে পা তুলে বসে খাচ্ছিলেন। তাঁর অভিযোগ, বাবু হয়ে বসায় আপত্তি তোলে রেস্তোরাঁ কর্তৃপক্ষ। একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কী দেখা যাচ্ছে তাতে?

অভিযোগকারী মহিলা গ্রাহক অভিযোগকারী মহিলা গ্রাহক
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 22 Oct 2025,
  • अपडेटेड 3:23 PM IST
  • তাজ হোটেলে বাবু হয়ে বসে খাচ্ছিলেন যুবতী
  • আপত্তি তুলল রেস্তোঁরা
  • ভিডিও করে কী অভিযোগ গ্রাহকের?

তাজ হোটেলের এক ফাইন ডাইনিং রেস্তোরাঁয় পা গুটিয়ে বাবু হয়ে বসেছিলেন এক যুবতী। আপত্তি জানাল কর্তৃপক্ষ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সেই গ্রাহক। যে ভিডিওটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। ঘটনা নিয়ে নানাবিধ মন্তব্য করেছেন নেটিজেনরা। 

ভিডিওটি পোস্ট করেছেন শ্রদ্ধা শর্মা নামে মুম্বইয়ের জনৈক বাসিন্দা। তিনি একটি মিডিয়া ওয়েবসাইটের প্রতিষ্ঠাতা বলে নিজের পরিচয় দিয়েছেন। তাঁর দাবি, খাবার খাওয়ার সময়ে তাজ হোটেলের ওই ফাইন ডাইনিং রেস্তোরাঁর চেয়ারে তিনি জুতো খুলে পা মুড়ে বসেছিলেন। আচমকাই একজন হোটেল ম্যানেজার তাকে পা নামিয়ে বসার জন্য বলেন। অন্য অতিথিদের অস্বস্তি হচ্ছে বলেও নাকি উল্লেখ করেন সেই ম্যানেজার। 

শ্রদ্ধা শর্মা ভিডিওতে বলেন, 'একজন সাধারণ মানুষ, যিনি কঠোর পরিশ্রম করে নিজের উপার্জিত অর্থে তাজ হোটেলে খান, তাকে এই দেশে এখনও অপমান ও হেনস্থার মুখে পড়তে হয়। আমার দোষটা কী? আমি রেস্তোঁরার চেয়ারে পদ্মাসনে বসেছিলাম বলে? এখন তাজ কি আমাকে শেখাবে কীভাবে বসতে হবে আর কীভাবে খেতে হবে?' 

ভিডিওটি পোস্ট করার পরই সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই শ্রদ্ধা শর্মার পাশে দাঁড়িয়ে তাজ হোটেলের আচরণকে 'অপ্রয়োজনীয়' ও 'ক্লাসিস্ট' বলে আখ্যা দেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in.

একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, 'এখন তাজ হোটেলে খাওয়ার সময় স্টাফরা আপনাকে বলবে কীভাবে বসতে হবে! মানুষ নিজের মতো করে আরাম করে বসে খেতেও পারছে না, টাকাও দিচ্ছে আবার নিয়মও মানতে হচ্ছে! ব্রিটিশরা চলে গিয়েছে, কিন্তু এই আভিজাত্যবোধ এখনও রয়ে গিয়েছে।' আর একজন ব্যবহারকারী ব্যঙ্গ করে মন্তব্য করেছেন, 'একদম ঠিক কথা! আমরা বাড়িতে পা গুটিয়ে না খেয়ে হোটেলে খাওয়ার সময়ে অবশ্যই গুটিয়ে বসব! বিশেষ করে তাজ বা অন্য ৫-তারকা হোটেলে গেলে তো এটা বাধ্যতামূলক! আর খাওয়ার আগে রীতি আচরণও পালন করা উচিত।' 

Advertisement

তবে সবাই একমত নন। কেউ কেউ হোটেলের পক্ষেও মত দিয়েছেন, বলেছেন ফাইন ডাইনিং রেস্তোরাঁয় নির্দিষ্ট কিছু আচরণবিধি ও শিষ্টাচার মেনে চলাই স্বাভাবিক।

একজন লিখেছেন, 'সব জায়গায় বসার নিয়ম আছে। চেয়ারে পা গুটিয়ে বসা ঠিক নয়। পা গুটিয়ে মেঝেতে বসে খাওয়া যায়, কিন্তু রেস্তোরাঁয় নয়। কেউ যদি হঠাৎ মেঝেতে বসে খেতে শুরু করে, তাকেও তো বাধা দেওয়া হবে। নিজের বাড়িতে আপনি যেমন খুশি বসুন, কিন্তু পাবলিক স্পেসে নিয়ম মানতেই হবে।' আরও একজন লেখেন, 'হোটেল একদম ঠিক করেছে। ফাইন ডাইনিংয়ের নিজস্ব নিয়ম, পোশাকবিধি ও আচরণবিধি আছে। আপনি যদি নিজের আরামের মতো করে খেতে চান, তবে এমন জায়গায় যান যেখানে সেটি মানানসই। এটাই সমস্যা—আমরা চাই সব জায়গায় নিজের মতো চলতে, আর কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে সংস্কৃতি বিপন্ন হয়ে যায়।' 

তাজ হোটেল এখনও পর্যন্ত শ্রদ্ধা শর্মার অভিযোগের বিষয়ে অফিশিয়ালি কোনও মন্তব্য করেনি।

 

Read more!
Advertisement
Advertisement