Advertisement

গরম তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন মহিলা! বিস্মিত নেটপাড়া

এক মহিলা গরম তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন তাহলে! চোখ কপালে উঠল তো। হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে।

এমনই এক দৃশ্য ভাইরাল হল নেটদুনিয়ায়এমনই এক দৃশ্য ভাইরাল হল নেটদুনিয়ায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Oct 2020,
  • अपडेटेड 5:06 PM IST
  • এক মহিলা গরম তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন
  • টঙ ব্যবহার না করে হাত দিয়ে পকোড়া উলটে পালটে নিচ্ছেন কড়াইয়ে
  • এমন দৃশ্য দেখেই চোখ কপালে নেটিজেনদের

কলকাতার অলিতে গলিতে বিকেল গড়িয়ে এল তেলেভাজার দোকানের বেসন ও গরম তেলের গন্ধ তো নাকে এসেছে নিঃশ্চয়ই। দোকানিরা গরম তেলে নানারকম তেলেভাজা ভাজা। এমনই এক দৃশ্য ভাইরাল হল নেটদুনিয়ায়। এবার আপনি বলবেন এটা ভাইরাল হওয়ার মতো কী হয়েছে? যদি বলি এক মহিলা গরম তেলে হাত ডুবিয়ে পকোড়া ভাজছেন তাহলে! চোখ কপালে উঠল তো। হ্যাঁ ঠিক এমনটাই ঘটেছে। 

ভিডিওটিতে ভাইরাল হওয়ার মতো কী এমন রয়েছে?

ফার্স্ট উই ফিস্ট- এই ট্যুইটার অ্যাকাউন্ট থেকেইঅ প্রথমে শেয়ার হয়েছিল এই ভাইরাল টিকটক। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে- ''উনি বলছেন টঙ হরোদের জন্য।'' আর এটাই এই ভিডিওর সেরা ক্যাপশন। 

আরও পড়ুন

তেরো সেকেন্ডের এই ক্লিপে দেখা যাচ্ছে এক বর্ষীয়ান মহিলার সামনে ফুটন্ত তেলের কড়াই, আর তিনি সেখানে পকোড়া দিয়ে যাচ্ছেন ভাজার জন্য। শুধু তাই নয়, কোনও টঙ ব্যবহার না করে হাত দিয়ে পকোড়া উলটে পালটে নিচ্ছেন কড়াইয়ে। সেই কিছুটা গরম তেল হাতে নিয়ে ছড়িয়েও দিচ্ছেন পকোড়া গায়ে। তাতেই অবাক হয়েছে নেটিজেনরা। 

তারপরেই ভিডিওতে একটা টঙের ছবি আসে আর ফ্রেমে লেখা থাকে, ''আমি মনে হয় ওখানে নেই। হয়তো আমি হ্যালুসিনেশনে রয়েছি।''

তবে কীভাবে এটি করছেন মহিলা। কী বলছে নেটদুনিয়া?

নেটপাড়ার মানুষজন অবশ্য বিস্ফারিত নেত্রে দেখছে বিষয়টা। ভিডিও ক্লিপে ১৬ হাজার ভিউ। হাজারো লাইক এবং কমেন্ট। এক নজরে দেখে নিন

যদিও টোটকা খুঁজে পেয়েছেন এক ইউজার। তাঁর মতে, মহিলার আঙুলে ব্যাটার থাকার কারণেই নাকি তিনি গরমটা বুঝতে পারছেন না। 

সে যাই বলুন অধিকাংশ নেটিজেনই কিংকর্তব্যবিমূঢ়। 

Read more!
Advertisement
Advertisement