Advertisement

বিমানে এক মহিলা সহযাত্রীদের এতটাই বিরক্ত করলেন যে ছবি Viral হয়ে গেল

অ্যান্টনি (@Antman0528) নামের একজন টুইটার ইউজার সামনের সিটে বসে থাকা এক মহিলার একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, তাঁর লম্বা কালো চুল হেডরেস্টের উপর ঢেকে রয়েছে এবং পিছনে থাকা অন্য ব্যক্তিদের ট্রে টেবিলে ঝুলছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিসোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 24 Oct 2021,
  • अपडेटेड 5:50 PM IST
  • মহিলার চুল সহযাত্রীদের অসুবিধার কারণ
  • সোশ্যাল মিডিয়ায় ছবি ভাইরাল
  • বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন নেটিজেনরা

ট্রেনে বাসে বিমানে যাতায়াতের সময় প্রত্যেকেরই এটা মাথায় রাখা উচিত যাতে তাঁদের জন্য অন্য কোনও যাত্রীর অসুবিধা না হয়। তবে এবার বিমানে এক যাত্রীর চুল পিছনের যাত্রীদের সমস্যার কারণ হয়ে দাঁড়াল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে। 

ছবিতে দেখা যাচ্ছে, এক মহিলার চুল সিটের অন্যদিকে যাত্রীদের সামনে ঝুলছে। যার জেরে ওই যাত্রীদের সমস্যা হচ্ছে। 

অ্যান্টনি (@Antman0528) নামের একজন টুইটার ইউজার সামনের সিটে বসে থাকা এক মহিলার একটি ছবি শেয়ার করেছেন। যাতে দেখা যাচ্ছে, তাঁর লম্বা কালো চুল হেডরেস্টের উপর ঢেকে রয়েছে এবং পিছনে থাকা অন্য ব্যক্তিদের ট্রে টেবিলে ঝুলছে। ছবি দিয়ে অ্যান্টনি লিখেছেন, "এটি কী আপনাকে আপনার বন্ধ করতে বাধ্য করবে না?" 

আরও পড়ুন

ট্যুইটটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ২৮ হাজারেরও বেশি মানুষ লাইক দিয়েছেন ভিডিওটিতে। বিভিন্ন প্রতিক্রিয়াও দিয়েছেন মানুষজন। অনেকেই মহিলার কার্যকলাপে রীতিমতো বিরক্তি প্রকাশ করেছেন। 


 

Read more!
Advertisement
Advertisement