প্রেমিকাকে বিয়ে করতে লিঙ্গ পরিবর্তন করালেন মহিলা। উত্তরপ্রদেশের কনৌজ জেলার দুই মহিলার প্রেমকাহিনী ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ভালবাসার মানুষকে বিয়ে করতে এক মহিলা নিজের লিঙ্গ পরিবর্তনের অপরাশেন করিয়েছেন।
যিনি লিঙ্গ পরিবর্তন করিয়েছেন, তিনি কনৌজের সরাই মীরার এক গয়না ব্যবসায়ীর মেয়ে। তাঁর প্রেমিকা একজন বিউটি পার্লারের মালিক। গত ২৫ নভেম্বর তাঁরা বিয়ে করেছে। বিয়ের আগে, সমস্ত নিয়ম-নীতি মেনে চলতে নিজের লিঙ্গ পরিবর্তনের অপরাশেন করান গয়না ব্যবসায়ীর মেয়ের। এর জন্য প্রায় ৭ লাখ টাকা খরচ হয়েছে।
এর পাশাপাশি নিজের নামও পরিবর্তন করেছেন ওই মহিলা।
প্রেমের শুরু ২০২০ সালে। সেবছর ওই মহিলার গয়নার দোকানে দু'জনের প্রথম দেখা হয়েছিল। বিউটি পার্লারের মালিক মহিলা গয়না কিনতে গিয়েছিলেন। সেখানেই তাঁদের আলাপ হয়। সময়ের সঙ্গে তাঁদের প্রেম পরিণত হয় বন্ধুত্বে। অবশেষে তা প্রেমে পরিণত হয়। পরিবারের সম্মতি নিয়ে তবেই তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
রিপোর্ট অনুযায়ী, গয়না ব্যবসায়ীর মেয়ে তিনটি লিঙ্গ পুনর্নির্ধারণ অস্ত্রোপচার করিয়েছেন। সম্পূর্ণ রূপে পুরুষ হতে তাঁর আরও একটি অপারেশন প্রয়োজন। সেটারই প্রস্তুতি নিচ্ছেন তিনি।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে। দুই পরিবারেরর সদস্যদের উপস্থিতিতে, আর পাঁচটা সাধারণ বিয়ের মতোই তাঁদের অনুষ্ঠান হয়। ছবিতে গয়না ব্যবসায়ীর মেয়েকে স্যুট পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। অন্যদিকে বিউটি পার্লার মালিক যুবতী একটি ট্র্যাডিশনাল লেহেঙ্গা পরেছেন। তাঁদের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।