Advertisement

Dead Or Alive: শেষকৃত্য চলাকালীন হঠাত্‍ চোখ খুললেন মহিলা, তারপর...

৩৬ বছরের এক মহিলা ২৫ এপ্রিল ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২৬ এপ্রিল তাঁর শেষকৃত্যের সময় ফের বেঁচে ওঠেন তিনি। তারপর...

২৬ এপ্রিল শেষকৃত্যের সময় ফের বেঁচে ওঠেন ওই মহিলা।--প্রতীকী ছবি।
Aajtak Bangla
  • লিমা, পেরু,
  • 08 Jun 2022,
  • अपडेटेड 11:59 AM IST
  • ৩৬ বছরের এক মহিলা ২৫ এপ্রিল ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন।
  • চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
  • ২৬ এপ্রিল তাঁর শেষকৃত্যের সময় ফের বেঁচে ওঠেন তিনি।

এমন খবর আপনি নিশ্চয়ই বহুবার শুনেছেন যে, শেষকৃত্যের জন্য যখন কোনও ব্যক্তিকে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক তখনই তিনি জীবিত হয়ে উঠেছেন! প্রায় এক মাস আগে, পেরু থেকে একই ধরনের একটি ঘটনা সামনে এসেছে, যেখানে একজন মহিলা তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ার সময় হঠাৎ জীবিত হয়ে ওঠেন।

৩৬ বছরের রোসা ইসাবেল সেস্পেডেস ক্যালাকা, একটি ভয়ানক গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন। ২৫ এপ্রিল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, দুর্ঘটনার সময় তিনি মস্তিষ্কে গুরুতর আঘাত পান, যার জেরেই তাঁর মৃত্যু হয়েছে।

জানা যায়, গত ২৬ এপ্রিল তাঁর শেষকৃত্যের প্রস্তুতি চলছিল। তাঁকে একটি খোলা কফিনে কবরস্থানে নিয়ে যাওয়া হয়। তখন তাঁর পরিবারের এক সদস্য দেখেন যে, রোসা ইসাবেল তাঁর চোখ খুলে রয়েছেন। তাঁর সারা মুখ ঘামে ভিজে উঠেছে। এর পরই কবরস্থানের ম্যানেজার সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেন।

রোজা ইসাবেলকে সঙ্গে সঙ্গে কফিনে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, রোজা ইসাবেলার প্রাণের লক্ষণ দেখা যাচ্ছে। কীভাবে এমন ঘটল, তদন্তের দাবি জানাচ্ছেন ওই মহিলার পরিবারের সদস্যরা। মহিলার পরিবারের সদস্যদের দাবি, রোজা নিশ্চয়ই কোমায় ছিলেন।

এর পেছনে অনেক কারণ থাকতে পারে। মৃত্যুর পর চোখের পাতায় নড়াচড়াও অনেক সময় দেখা যায়। মৃতদেহে এমন অনেক পরিবর্তন হতে পারে যা আপনি আশাও করেন না। এটি বিশেষ করে আঘাতজনিত মৃত্যুর পরে ঘটে।

'মৃত' একটি আপেক্ষিক শব্দ এবং এটি সত্য যে আমরা এটি পুরোপুরি বুঝতে পারি না। রোজার সাথে যা ঘটেছিল, তাঁর মস্তিষ্ক সারা দেওয়া বন্ধ করলেও তবে বাকি অঙ্গগুলি কাজ করতে থাকে। ১৯৯৮ সালে একটি গবেষণা করা হয়েছিল যেখানে প্রায় ১৭৫টি কেস পাওয়া গেছে, যেখানে ব্রেন ডেড হওয়ার পরে, শরীর এক সপ্তাহেরও বেশি সময় ধরে কাজ করতে থাকে। রোজা ইসাবেলকে অবশ্য এর পরেও বাঁচানো যায়নি। তাঁর রক্তের অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। আরও একাধিক সমস্যায় শেষে মৃত্যু হয় তাঁর।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement