Advertisement

Chahal-Dhanashree Verma Divorce: 'নিজেই নিজের সুগার ড্যাডি হও', অভিনব টি-শার্টে ডিভোর্স নিতে আদালতে চাহাল

বিবাহ বিচ্ছেদের শুনানিতে বিশেষ বার্তা দিলেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার মুম্বইয়ের পরিবার আদালতে আসেন ক্রিকেটার ও তাঁর প্রাক্তন স্ত্রী, কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। আর সেই গুরুত্বপূর্ণ দিনেই চাহালের গায়ে একটি কাস্টমাইজড টিশার্ট। বড় বড় করে লেখা – 'Be Your Own Sugar Daddy'। 

অভিনব টি-শার্টে আদালতে চাহাল।অভিনব টি-শার্টে আদালতে চাহাল।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Mar 2025,
  • अपडेटेड 8:16 AM IST

বিবাহ বিচ্ছেদের শুনানিতে বিশেষ বার্তা দিলেন যুজবেন্দ্র চাহাল। বৃহস্পতিবার মুম্বইয়ের পরিবার আদালতে আসেন ক্রিকেটার ও তাঁর প্রাক্তন স্ত্রী, কোরিওগ্রাফার ধনশ্রী ভার্মা। আর সেই গুরুত্বপূর্ণ দিনেই চাহালের গায়ে একটি কাস্টমাইজড টিশার্ট। বড় বড় করে লেখা – 'Be Your Own Sugar Daddy'।  অর্থাৎ, ছেলেদের নিজের প্রতিই বেশি টাকা খরচের বার্তা দিলেন ক্রিকেট তারকা। দুষ্টু লোকেরা অনেকেই অবশ্য সেই বার্তায় মুখ টিপে হাসছেন। 

বিচ্ছেদের রায় ও খোরপোশ:
বৃহস্পতিবার, ২০ মার্চ বান্দ্রার পরিবার আদালত তাঁদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করে। আদালতের নির্দেশ অনুযায়ী, চাহাল ২৮ বছরের ধনশ্রীকে মোট ৪.৭৫ কোটি টাকা খোরপোশ দিতে সম্মত হন। প্রথমে তিনি ২.৩৭ কোটি টাকা দেন। বাকি টাকা বিচ্ছেদ রায়ের পর ধাপে ধাপে দেবেন বলে আদালতকে জানান।

'সুগার ড্যাডি' কী?
'সুগার ড্যাডি' বলতে সাধারণত এমন ব্যক্তিকে বোঝানো হয়, যিনি শুধুমাত্র টাকা বা উপহার দিয়ে প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখেন। তবে সাম্প্রতিক সময়ে এই Sugar Daddy বিষয়টির বাজারে কাটতি বেড়েছে। নারীবাদীরা বলছেন, সুগার ড্যাডি ধরার মাধ্যমে মেয়েরা সাময়িক সুখটুকু পেতে পারেন, দীর্ঘ মেয়াদের শান্তি পান না। তাই নিজের পায়ে দাঁড়ানো ও সত্যিকারের ভালবাসা খোঁজাই শ্রেয়।

অন্যদিকে চাহালের এই  'Be Your Own Sugar Daddy' কথাটি ছেলেদের নিজেকেই ভালোবাসার বার্তা বলা যায়। অর্থাৎ, নিজের যত্ন নিতে, নিজের পিছনে টাকা খরচে উৎসাহিত করছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অনেকেরই এটা মনে ধরেছে। 

দাম্পত্য সম্পর্কের ভাঙন:
চাহাল ও ধনশ্রী ২০২০ সালে বিয়ে করেন। তবে ২০২২ সালের জুন মাস থেকেই তাঁরা আলাদা থাকতে শুরু করেন। ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি, তাঁরা পরস্পরের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। যদিও প্রথমে আদালত ছয় মাসের বাধ্যতামূলক 'কুলিং-অফ পিরিয়ড'টা তুলতে অস্বীকার করে। কারণ, চাহাল তখনও পুরো খোরপোশ দিয়ে ওঠেননি। পরে তাঁরা বম্বে হাইকোর্টে আবেদন করেন। হাইকোর্ট ছয় মাসের অপেক্ষা মকুব করার নির্দেশ দেয়।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় জল্পনা:
২০২৪ সালের শুরুতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। চহল ও ধনশ্রী একে অপরের সঙ্গে তোলা ছবি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে মুছে দেন। তবে তাঁরা এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল:
বিচ্ছেদের আগে চাহাল দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়েছিলেন। সেখানে তিনি আরজে মহভাশের সঙ্গে বসে খেলা দেখছিলেন। এই নিয়েও সোশ্যাল মিডিয়ায় নানা গুঞ্জন ছড়ায়।

আইপিএল ২০২৫-এ ফিরছেন চহল:
আইপিএল ২০২৫-এ পঞ্জাব কিংস টিমে খেলবেন চাহাল। ২৫ মার্চ, গুজরাত টাইটান্সের বিরুদ্ধে আহমেদাবাদে প্রথম ম্যাচ খেলবে পঞ্জাব। চাহালকে নিলামে পাঞ্জাব কিংস ১৮ কোটি টাকায় কিনেছিল।  

Read more!
Advertisement
Advertisement