
সোশ্যাল মিডিয়ার রিল কনটেন্ট ক্রিয়েটারের পিছনে ফ্রেমে চলে এসেছেন এক ব্যক্তি। দেখা যাচ্ছে হাতে করে ময়লা কুড়িয়ে নির্দিষ্ট ডাস্টবিনে ফেলছেন তিনি। অথচ কনটেন্ট ক্রিয়েটার বলছেন, 'জিরো সিভিক সেন্স!' আবার রিল বানানোর সময়ে ফ্রেমে প্লেন কিংবা ট্রেন ঢুকে পড়লেও ক্ষেপে যাচ্ছেন ইনফ্লুয়েন্সাররা। বলছেন, 'জিরো সিভিক সেন্স!' কেন আচমকা এমন রিল তৈরিতে ব্যস্ত হয়ে পড়লেন নেটিজেনরা? কেসটা কী?
কেন ট্রেন্ডিং 'জিরো সিভিক সেন্স'?
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঘুরপাক খাচ্ছে। যেখানে দেখা গিয়েছে, অমূল্য রতন নামে এক ইনফ্লুয়েন্সার তাঁর ভিডিওর ফ্রেমে কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি পিছন থেকে হেঁটে যাওয়ায় রেগে কাঁই। তাঁর বক্তব্য, 'জিরো সিভিক সেন্স! দেখছে আমি ভিডিও বানাচ্ছি তা-ও ফ্রেমে ঢুকে পড়ছে এবং বিন্দুমাত্র অনুতপ্তও নয়। সরিও বলছে না।' তাঁর এই বক্তব্য হু হু করে ভাইরাল হয়েছে। সমালোচনার ঝড় উঠেছে। অধিকাংশ নেটিজেনেরই মত, অমূল্য রতনের নিজের কোনও কাণ্ডজ্ঞান নেই। তাঁর আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন অনেকে।
জানা গিয়েছে, একটি ফিট চেক রিল বানাচ্ছিলেন ইনফ্লুয়েন্সার অমূল্য রতন। কিন্তু ফ্রেমে পিছন দিয়ে কোনও ব্যক্তি হেঁটে চলে যাওয়ায় তিনি অত্যন্ত বিরক্ত হয়ে ওঠেন। ব্যস্ত রাস্তায় তিনি রিলটি বানাচ্ছিলেন। সেখান দিয়ে এক ব্যক্তি হেঁটে যাওয়া অস্বাভাবিক কিছু নয় বলেই মন্তব্য করছেন অধিকাংশ নেটিজেন। ফলে ব্যস্ত রাস্তায় রিল করে ইনফ্লুয়েন্সারই ভুল করেছেন।
অমূল্য রতনকে বলতে শোনা গিয়েছে, 'এদের কোনও সিভিক সেন্স নেই। তাছাড়া সরিও বলে না। ভুল করবে অথচ অনুতপ্ত হবে না। ভিডিওর মাঝখানে চলে আসে এরা। আমি এই সমস্ত ছোট ছোট জিনিসগুলো নিয়ে বিরক্ত হয়ে যাই।'
ট্রেন্ডে উপচে পড়ছে নেটপাড়া
অমূল্য রতনের এই 'জিরো সিভিক সেন্স' এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সকলেই এই ইনফ্লুয়েন্সারকে কটাক্ষ করে স্বাভাবিক জিনিস নিয়ে শ্লেষাত্মক ভিডিও বানাচ্ছেন। আর বলছেন, 'জিরো সিভিক সেন্স!'
দেখা যাচ্ছে ফ্রেমে ট্রেন বা প্লেন চলে এলেও মজা করে কনটেন্ট ক্রিয়েটররা বলছেন, 'কোনও সিভিক সেন্স নেই, দেখছে না আমি ভিডিও রিল বানাচ্ছি! সরিও বলে না এরা।'