সাপকে বেশিরভাগই মানুষই ভয় পায়। আর যদি একসঙ্গে ১১ টি সাপ বাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে তাহলে তো ভয়ের ব্যাপার। ঘটনাটি ঘটেছে রাজস্থানের জয়সলমীর শহরে। জয়সলমীর শহরের একটি বাড়ির পাইপের মধ্যে মিলল একটা দুটো নয় ১১ টি ব্ল্যাক কোবরার বাচ্চা। বাড়ির বাসিন্দারা তো বটেই, প্রতিবেশিরাও এই ঘটনায় আতঙ্কে রয়েছেন। বাচ্চা যখন আছে তখন তাদের মা নিশ্চয় কাছাকাছি আছে। স্নেক ক্যাচাররা সাপগুলিকে ধরে জঙ্গলে নিয়ে গিয়ে ছাড়ে।