সোশ্যাল মিডিয়ার যুগে কত কিছুই ভাইরাল হয়। স্মার্টফোনের দৌলতে মুহূর্তের মধ্যে সেই ভিডিও পৌঁছে যায় কত চেনা অচেনা মানুষের কাছে। এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা সহজেই নেটিজেনদের মন জয় করে নিয়েছে। একটি কুকুর ছানা পড়ে গিয়েছিল রাস্তার ধারের নালায়। অন্ধকার নালার ভিতর থেকে ছোট্ট কুকুর ছানার কান্নার আওয়াজ শুনে স্থানীয় মানুষ উদ্ধারকারীদের খবর দেন। পৌঁছেই টিম নিয়ে উদ্ধারকাজে নেমে পড়েন পুলিশ অফিসার বিনোথ। ওই নালার মুখটি চওড়া করে খুলে একটি জলের পাইপ ও দড়ি নামিয়ে দেন উদ্ধারকারীরা। এরপর দীর্ঘ সময়ের অপেক্ষা। আর মাঝে মাঝে নালা মুখে মোবাইলের টর্চ জ্বেলে দেখে নেওয়া ওই কুকুর ছানার অবস্থান। এরপর ওই পাইপ ধরে একটু একটু করে উঠে আসে কুকুর ছানাটি।