টোল প্লাজায় 'দাদাগিরি'র অভিযোগ। BJP বিধায়কের ভাগ্নে বলে ভেবেছিলেন সব ছাড়া হবে। আর তাই Toll Plaza Toll Tax না দেওয়া ঘিরে হট্টগোল জুড়ে দেন। তারপরই টোল প্লাজার কর্মীদের অকথ্য ভাষায় গালিগালাচ সঙ্গে লাঠি দিয়ে মারাতে এগিয়ে আসে। এই ঘটনা সামনে আসেতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমত হইচই পড়ে যায়।