আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন। এই দিনেই পটনায় এক পোস্টারকে ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যেখানে প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনকে দুর্গা রূপে দেখান হয়েছে। পটনায় মোদীর জন্মদিনের সকালে একটি পোস্টার নজর কেড়েছে সকলের। বিজেপি কর্মী কৃষ্ণ সিং কল্লু এই পোস্টার তৈরি করেছেন। যেখানে মোদীর মাকে দুর্গা হিসেবে দেখান হয়েছে, সিংহ হিসেবে তাঁর পায়ের কাছে রয়েছেন মোদী। আর মহিষাসুর হিসেবে দেখা যাচ্ছে রাহুল গান্ধী, অখিলেশ যাদব, তেজস্বী যাদব, এম কে স্ট্যালিনদের। দেখুন সেই ভিডিও