ডায়নোসর, এই ছোট বেলার এই প্রাণীটিকে নিয়ে মনে কতই না জিজ্ঞাসা ছিল। এমনকী এই প্রাণীটির উপর ভিত্তি করে ছবিও তৈরি হয়েছে। এই প্রাণীকে নিয়ে প্রচুর গবেষণাও চলেছে। তবে এবার নতুন করে চর্চা এই প্রাণীটিকে নিয়ে। তাও আবার ভারতের বুকে। ভাবছেন বিষয়টা কী? চলুন খোলসা করেই বলি। সম্প্রতি রাজস্থানের জয়সলমির জেলার একটি গ্রামে জীবাশ্মের মতো ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে।