চারিদিকে পেকে রয়েছে ধান। কৃষকরা ফসল কাটতে শুরু করে দিয়েছে। এই সময় এল হাতির দল। তাড়া করল কৃষকদের দখল নিল ফসলের। তছনচ করে দিল সবকিছু। এমনই ছবি দেখা গেল অসমের নগাঁও জেলার কোথিয়াটুলি এলাকায়। খাবারের সন্ধানে প্রতিবছরই বন থেকে খাবারের সন্ধানে আসে হাতির দল। শুধু ক্ষেতের ফসলও নয় হানা দেয় গ্রামের বাড়িগুলিতেও।